কলকাতা, 26 জুলাই : সুপ্রিমকোর্ট কলেজিয়ামের সুপারিশে পাঁচজন নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট ৷ দেশের শীর্ষ আদালতের একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে ৷ নতুন পাঁচ বিচারপতির নাম জয়তোষ মজুমদার, অমিতেশ ব্যানার্জি, রাজা বসু চৌধুরি, লাপিতা ব্যানার্জি ও শাক্য সেন ৷
5 জন নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট - new judges
কলকাতা হাইকোর্টের এই নতুন পাঁচজন বিচারপতি নিযুক্ত হলে মোট বিচারপতির সংখ্যা হবে 47 । যেখানে বিচারপতি পদের সংখ্যা 72 । তবে কবে নতুন বিচারপতিরা কাজে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি ৷
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ আরও দুই বিচারপতি এস এ বোবদে ও এন ভি রামান্নার কলেজিয়াম উক্ত পাঁচজনকে মনোনীত করেছেন । 2018 সালের 17 ডিসেম্বর সুপ্রিমকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের জন্য মোট ন'জনের নাম সুপারিশ করেছিলেন । এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মতামত এবং অন্য বিভিন্ন দিক খতিয়ে দেখে কলেজিয়াম উক্ত পাঁচ জনকে মনোনীত করে ।
কলকাতা হাইকোর্টের এই নতুন পাঁচজন বিচারপতি নিযুক্ত হলে বিচারপতির সংখ্যা হবে 47 । যেখানে বিচারপতি পদের সংখ্যা 72 জন । তবে কবে নতুন বিচারপতিরা কাজে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি ৷