কলকাতা, 19 অগস্ট : বিচারপতি কৌশিক চন্দকে (Justice Kaushik Chanda) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হল ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম (Collegium) মঙ্গলবার এক বৈঠকে এই প্রস্তাব পাশ হয় ৷ বুধবার সরকারিভাবে বিবৃতি দিয়ে এই তথ্য জানায় দেশের শীর্ষ আদালত ৷ তার পর কেন্দ্রের তরফে এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয় ৷ বিচারপতি কৌশিক চন্দ এতদিন কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন ৷
তবে সম্প্রতি তাঁকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ কারণ, তাঁর এজলাসে নন্দীগ্রাম মামলা (Nandigram Case) উঠেছিল ৷ কিন্তু তৃণমূলের (Trinamool Congress) তরফে অভিযোগ করা হয়, তাঁর সঙ্গে বিজেপির (BJP) যোগ রয়েছে ৷ পরে তিনি ওই মামলা থেকে সরে দাঁড়ান ৷ তবে বিচারপতি ও বিচার ব্যবস্থাকে অবমাননা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 5 লক্ষ টাকা জরিমানা করেন ৷
আরও পড়ুন :Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
জানা গিয়েছে, কোনও অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি করতে গেলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মতি প্রয়োজন ৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দেননি বলে জানা গিয়েছে ৷
বুধবার সুপ্রিম কোর্টের তরফে যে বিবৃতি দেওয়া হয়, তাতে কলেজিয়ামের বৈঠকে পাশ হওয়া 9 বিচারপতির কথা উল্লেখ করা হয়েছিল ৷ যাঁদের শীর্ষ আদালতে নিয়োগের প্রস্তাব পাশ করে কলেজিয়াম ৷ সেই তালিকায় রয়েছেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এএস ওকা, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিম হাইকোর্টের জেকে মহেশ্বরী, কেরল হাইকোর্টের সিটি রবিকুমার, মাদ্রাজ হাইকোর্টের এমএম সুন্দরেশ ৷