কলকাতা, 24 মে : নারদ মামলায় সুপ্রিম কোর্টে সিবিআইয়ের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন ত্রুটিপূর্ণ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । সংশোধন করে মামলা পুনরায় দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে ।
নারদা মামলায় গত 21 মে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দোল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চার নেতামন্ত্রীকে জেল হেফাজতে থাকতে হবে না ৷ তবে তাদের আপাতত থাকতে হবে গৃহবন্দি হিসেবে । সেই নির্দেশের বিরুদ্ধে গতকাল রাতে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সিবিআই ।
কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, সিবিআইয়ের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনে অন্তত 12 টি টেকনিক্যাল ত্রুটি পাওয়া গিয়েছে । ওই সমস্ত ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করার নির্দেশ দিয়েছেন তিনি । এ কথা জানালেন মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য ।
প্রসঙ্গত, গত 17 মে চার নেতা-মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করে নারদ মামলায় । ওই দিন সন্ধ্যাতেই কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালত এই চারজনের জামিন মঞ্জুর করে ৷ কিন্তু ওই দিন রাতেই কলকাতা হাইকোর্ট জামিনের ওপর স্থগিতাদেশ জারি করে নির্দেশে জানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চার অভিযুক্তকে থাকতে হবে জেল হেফাজতে ।
19 মে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ দীর্ঘ সময় দুই পক্ষের বক্তব্য শোনেন । 21 মে রায়দানের সময় দুই বিচারপতির মতবিরোধ হয় । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় 4 অভিযুক্তের জামিন মঞ্জুর করার পক্ষে মত দেন । কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, আপাতত এই চার অভিযুক্তের জেলহাজতে থাকতে হবে না ৷ তবে তাদের থাকতে হবে গৃহবন্দি হিসেবে । স্বভাবতই দুই বিচারপতির মতবিরোধ হওয়ায় মামলাটি নিস্পত্তির জন্য কলকাতা হাইকোর্টে তৈরি হয় পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ । এই বিশেষ বেঞ্চে বর্তমানে মামলাটি বিচারাধীন । ইতিমধ্যে গতকাল রাতে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছিল সিবিআই ।
আরও পড়ুন :আজও আদালতে কাটল না নারদ জট, বুধবার ফের শুনানি