পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিক্ষকদের আন্দোলনকে সমর্থন, নাম না করে শিক্ষামন্ত্রীর সমালোচনা সব্যসাচীর - education minister

"সাত দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা । আর সেই দপ্তরের মন্ত্রী আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে আছেন ।" সল্টলেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাতের পর নাম না করে শিক্ষামন্ত্রীর সমালোচনা করলেন সব্যসাচী দত্ত ।

সব্যসাচী দত্ত

By

Published : Jul 18, 2019, 9:31 PM IST

Updated : Jul 18, 2019, 9:48 PM IST

বিধানননগর, 18 জুলাই: বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই নাম না করে শিক্ষামন্ত্রীর কড়া সমালোচনা করলেন সব্যসাচী দত্ত । তাঁর অভিযোগ, সল্টলেকে বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে অনশনরত শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে । সাত দিন ধরে শিক্ষকরা অনশনে বসেছেন, অথচ তাঁদের কথায় কর্ণপাত করছে না শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রী ।

বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সল্টলেকে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করতে যান সব্যসাচী দত্ত । আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, "বিগত সাত দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা । আর সেই দপ্তরের মন্ত্রী-আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে আছেন । আন্দোলনকারী শিক্ষকদের জল পর্যন্ত দেওয়া হচ্ছে না ।"

ভিডিয়োয় শুনুন সব্যসাচী দত্তর বক্তব্য

শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সব্যসাচী আরও বলেন, "শিক্ষকরা মানুষ গড়ার কারিগর । আজ আমাদের দুর্ভাগ্য যে, আপনারা সাত দিন ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । আইনসঙ্গতভাবে অনুমতি নিয়ে যেখানে আপনারা আন্দোলন করছেন, সেই আন্দোলনে শিক্ষা দপ্তরের কোনও উচ্চতর নেতৃত্ব বা মন্ত্রী কেউ কর্ণপাত করছে না ।" পাশাপাশি শিক্ষকদের আন্দোলন মঞ্চে দাঁড়িয়েই রাজ্যের বিদ্যুৎমন্ত্রীরও সমালোচনা করেন তৃণমূলের এই বিতর্কিত বিধায়ক ।

আরও পড়ুন : কাউন্সিলরদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মেয়র পদ থেকে ইস্তফা সব্যসাচীর

Last Updated : Jul 18, 2019, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details