বিধানননগর, 18 জুলাই: বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই নাম না করে শিক্ষামন্ত্রীর কড়া সমালোচনা করলেন সব্যসাচী দত্ত । তাঁর অভিযোগ, সল্টলেকে বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে অনশনরত শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে । সাত দিন ধরে শিক্ষকরা অনশনে বসেছেন, অথচ তাঁদের কথায় কর্ণপাত করছে না শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রী ।
বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সল্টলেকে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করতে যান সব্যসাচী দত্ত । আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, "বিগত সাত দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা । আর সেই দপ্তরের মন্ত্রী-আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে আছেন । আন্দোলনকারী শিক্ষকদের জল পর্যন্ত দেওয়া হচ্ছে না ।"