কলকাতা, 11 জুলাই : প্রশিক্ষিত প্রার্থী থাকা সত্ত্বেও ইন্টারভিউতে প্রশিক্ষণহীন প্রার্থীদের ডাকা হচ্ছে । হাইকোর্টে এই অভিযোগ তুলে একটি মামলা করা হয় । 1 জুলাই স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ইন্টারভিউ তালিকা নিয়ে মামলাকারীদের তরফে প্রশ্ন তোলা হয়। সেই তালিকাতে সন্তুষ্ট না হওয়ায় হাইকোর্ট কমিশনকে নির্দেশ দেয় যে, 10 জুলাইয়ের মধ্যে গেজেটের নিয়মের 2 (e) অনুযায়ী আপার প্রাইমারির সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে । এর পরই কমিশনের চেয়ারম্যান জানিয়েছিলেন, তাঁরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই কাজ করবেন । কিন্তু, সরাসরি তালিকা প্রকাশ করা হচ্ছে কি না তা নিয়ে কিছু বলেননি চেয়ারম্যান । 10 জুলাই রাত 12 টা পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কোনও নতুন তালিকাও ।
স্কুল সার্ভিসের সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ হবে : কমিশন
10 জুলাই পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কোনও নতুন তালিকা । তবে, কমিশন জানাচ্ছে স্কুল সার্ভিসের সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ হবে ।
1 জুলাই একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । যেখানে বিষয়, মাধ্যম, ক্যাটাগরি ও লিঙ্গের ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছিল । তার মধ্যে শুধু প্রার্থীদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল । হাইকোর্টের নির্দেশ মতো সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা কি প্রকাশ করা হবে? গতকাল এই প্রশ্নের উত্তরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "যেটা বলেছে কোর্ট তাই করা হবে।" কিন্তু, একাধিকবার নতুন ইন্টারভিউ তালিকা দেওয়া হচ্ছে কি না জানতে চাওয়া হলেও সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি চেয়ারম্যান। হাইকোর্টের নিয়ম মেনে সাপ্লিমেন্টেড তালিকা প্রকাশ করা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিকের বক্তব্য, "মেরিট অনুযায়ীই ডাকা হয়েছে।"
তাহলে কি 1 জুলাইয়ের তালিকাই চূড়ান্ত? প্রকাশ করা হবে না নতুন তালিকা? ওই আধিকারিক বলেন, "আমরা নিয়ম মেনেই 1 জুলাইয়ের তালিকা দিয়েছি । আমি যে তালিকা দিয়েছি তাতে কী ভুল রয়েছে সেটা তো চিহ্নিত করতে হবে । সেই ভুলটা চিহ্নিত করার পরই তো আরেকটা দেব ।"