পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুপার স্প্রেডার ক্যাটাগরিতে টিকায় অনীহা, নিয়ম শিথিল কলকাতা পৌরনিগমের - Super spreaders will get vaccine without a police certificate

সুপার স্প্রেডার ক্যাটাগরিতে টিকায় অনীহা ৷ পুলিশের শংসাপত্র নিয়ে বিনামূল্য়ে করোনার টিকা নিতে আসছেন না অধিকাংশ পরিবহণ কর্মী, হকার, মাছ ও সবজি বিক্রেতা এবং মুদি দোকানের ব্যবসায়ী ৷ এবার থেকে তাই এই গোষ্ঠীর জন্য আর পুলিশের শংসাপত্র বাধ্য়তামূলক থাকল না ৷ সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের ৷

wb_kol_01_kmc_vaccine_hawkers_new_notice_7203415_vis
সুপার স্প্রেডার ক্যাটাগরিতে টিকায় অনীহা, নিয়ম শিথিল কলকাতা পৌরনিগমের

By

Published : May 28, 2021, 8:32 PM IST

কলকাতা, 28 মে :সুপার স্প্রেডার ক্যাটাগরিতে টিকা গ্রহণের হার অত্যন্ত কম হওয়ায় উদ্বিগ্ন কলকাতা পৌরনিগম ৷ কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছিল, পরিবহণ কর্মী, হকার, বাজারের মাছ ও সবজি বিক্রেতা এবং মুদি দোকানের ব্যবসায়ীদের এই বিভাগের আওতায় করোনার টিকা দেওয়া হবে ৷ এক্ষেত্রে স্থানীয় থানা থেকে শংসাপত্র নিয়ে গিয়ে বিনামূল্যে টিকা নেওয়া যাবে ৷ কিন্তু শংসাপত্র নিয়ে টিকা নিতে অনেকেই যাচ্ছেন না ৷ তাই এবার পুলিশের শংসাপত্র ছাড়াই টিকা দেওয়া হবে হকার, পরিবহণ কর্মী, বাজারের মাছ ও সবজি বিক্রেতা এবং মুদি দোকানের ব্যবসায়ীদের ৷ পুলিশের শংসাপত্রের বদলে স্থানীয় ব্য়বসায়ী সমিতি বা কমিটির সুপারিশ নিয়ে গেলেই টিকা মিলবে ৷

শুক্রবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ভার্চুয়াল বৈঠক করেন পুর-আধিকারিক ও প্রশাসকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ৷ এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে যে কোনও বাজার সমিতি বা হকার কমিটির চিঠি নিয়ে এলেই টিকা পাবেন বাজারের বিক্রেতা বা হকাররা ৷ পরিবহণ কর্মীদের ক্ষেত্রেও তাঁদের ইউনিয়ন অথবা যানবাহনের মালিকের লেখা চিঠি দিলে বিনামূল্যে টিকা মিলবে ৷ আর যদিও তাও না থাকে, তাহলে শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে এলেও টিকা পাবেন সুপার স্প্রেডারা।

আরও পড়ুন :দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও মিলল না টিকার কুপন, বিক্ষোভ চোপড়ায়

এর পাশাপাশি এদিন পৌরনিগমের তরফে জানানো হয়, হোয়াটসঅ্যাপে আগাম সময় স্থির করে টিকা নেওয়ার ক্ষেত্রে ভালো সাড়া মিলেছে ৷ ইতিমধ্যেই বহু মানুষ হোয়াটসঅ্যাপে টিকা বুকিং সেরে রেখেছেন ৷ শনিবার থেকে কলকাতা পৌরনিগমের 98টি স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনা টিকার প্রথম ডোজও দেওয়া হবে ৷ আগামী সোমবার থেকে পৌরনিগমের বিশেষ তিনটি সেন্টার উল্টোডাঙ্গা বিধান শিশু উদ্যান, দক্ষিণ কলকাতার সাউথ সিটি স্কুল এবং মধ্য কলকাতার রক্সি সিনেমা হল থেকেও করোনা টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হবে। মোট 102টি সেন্টার থেকে এই টিকাকরণ করা হবে ৷ পৌরনিগমের তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি টিকার জন্য আধঘণ্টা করে সময় নেওয়া হচ্ছে ৷ প্রতিদিন দুপুর 2 টো থেকে বিকেল 4 টে পর্যন্ত টিকা দেওয়া হবে পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ৷

ABOUT THE AUTHOR

...view details