কলকাতা, 28 মে :সুপার স্প্রেডার ক্যাটাগরিতে টিকা গ্রহণের হার অত্যন্ত কম হওয়ায় উদ্বিগ্ন কলকাতা পৌরনিগম ৷ কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছিল, পরিবহণ কর্মী, হকার, বাজারের মাছ ও সবজি বিক্রেতা এবং মুদি দোকানের ব্যবসায়ীদের এই বিভাগের আওতায় করোনার টিকা দেওয়া হবে ৷ এক্ষেত্রে স্থানীয় থানা থেকে শংসাপত্র নিয়ে গিয়ে বিনামূল্যে টিকা নেওয়া যাবে ৷ কিন্তু শংসাপত্র নিয়ে টিকা নিতে অনেকেই যাচ্ছেন না ৷ তাই এবার পুলিশের শংসাপত্র ছাড়াই টিকা দেওয়া হবে হকার, পরিবহণ কর্মী, বাজারের মাছ ও সবজি বিক্রেতা এবং মুদি দোকানের ব্যবসায়ীদের ৷ পুলিশের শংসাপত্রের বদলে স্থানীয় ব্য়বসায়ী সমিতি বা কমিটির সুপারিশ নিয়ে গেলেই টিকা মিলবে ৷
শুক্রবার কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ভার্চুয়াল বৈঠক করেন পুর-আধিকারিক ও প্রশাসকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ৷ এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে যে কোনও বাজার সমিতি বা হকার কমিটির চিঠি নিয়ে এলেই টিকা পাবেন বাজারের বিক্রেতা বা হকাররা ৷ পরিবহণ কর্মীদের ক্ষেত্রেও তাঁদের ইউনিয়ন অথবা যানবাহনের মালিকের লেখা চিঠি দিলে বিনামূল্যে টিকা মিলবে ৷ আর যদিও তাও না থাকে, তাহলে শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে এলেও টিকা পাবেন সুপার স্প্রেডারা।