কলকাতা, 31 মে : দল ছাড়লেন তৃণমূলের সোশাল মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক সুপর্ণ মৈত্র । দু'বছর আগে তৃণমূলে যোগ দেন তিনি । এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সোশাল মিডিয়ার দায়িত্ব তাঁর উপর ছাড়েন । আজ কালীঘাটে মমতার বাড়িতে চিঠি পাঠিয়ে দল ছাড়েন সুপর্ণ । এই মূহুর্তে অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন এই প্রাক্তন নেসকম কর্তা । জানান, নিজের পুরোনো পেশাতেই ফের ফিরতে চান ।
তৃণমূল ছাড়লেন সুপর্ণ মৈত্র
তৃণমূল ছাড়লেও এখনই অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন এই প্রাক্তন নেসকম কর্তা । জানান, নিজের পুরোনো পেশাতেই ফের ফিরতে চান ।
IT সেক্টরে পরিচিত নাম সুপর্ণ মৈত্র । পেশা ছেড়ে গতবছর যোগ দেন তৃণমূলে । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দায়িত্ব দেন দলের সোশাল মিডিয়ার । তাঁর সঙ্গে যুগ্মভাবে দায়িত্বে ছিলেন দীপ্তাংশু চৌধুরি । ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ তিনি ইস্তফা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়কে ।
নির্বাচনের ফল ঘোষণার পর যেভাবে লাফিয়ে বাড়ছে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার সংখ্যা, সেই পরিস্থিতিতে হঠাৎ সুপর্ণবাবুর ইস্তফায় অনেকেই মনে করছেন দল পরিবর্তন করতে পারেন তিনিও । কিন্তু সুপর্ণবাবু জানান কোনও রাজনৈতিক দল নয় তিনি ফিরতে চান নিজের পুরোনো পেশায় ।