পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Fact Finding Team: নবান্ন অভিযানে আহত কর্মীদের সঙ্গে সাক্ষাতে বিজেপির কেন্দ্রীয় নেতা

নবান্ন অভিযান ঘিরে ভয়ঙ্কর পরিস্থিতি হয় কলকাতা, সাঁতরাগাছি, হাওড়া-ময়দানসহ একাধিক জায়গায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ ওঠে হেনস্থা-মারধরের। সেই পরিস্থিতি দেখতে কেন্দ্র থেকে রাজ্যে আসে জে পি নাড্ডার তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (BJP Fact Finding Teams)।

BJP Fact Finding Team
আহত কর্মীদের সঙ্গে সাক্ষাত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুনীল বনশালের

By

Published : Sep 18, 2022, 10:49 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযান ঘিরে কয়েকদিন আগে রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ৷ সেই পরিস্থিতি খতিয়ে দেখতে জে পি নাড্ডার নেতৃত্ব রাজ্যে তৈরি হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ রবিবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধি হিসেবে নবান্ন অভিযানে আহত কর্মীদের দেখতে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা সুনীল বনশল (Sunil Bansal Visit Injured BJP Workers House) ৷

এদিন প্রথমে কলেজ স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতা। হাত ভাঙা বিজেপি কর্মীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। পরে বেলেঘাটায় আহত বিজেপি কর্মী রীতা রজকের বাড়িতে যান তাঁরা। এবার রবিবার আহত কর্মী-সমর্থকদের দেখতে তাঁদের বাড়িতে পৌঁছন সুনীল বনশল।

আরও পড়ুন: কাশ্মীরে ফিরল সিনেমা ! পুলওয়ামা-শোপিয়ানে খুলল মাল্টিপ্লেক্স, প্রথম স্ক্রিনিং-এ আমিরের ছবি

এদিন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের বাড়িতেও যান সুনীল বনশল। বিজেপির নবান্ন অভিযানে আহত হয়েছিলেন মীনাদেবীও। এদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল বনশাল বলেন, "পশ্চিমবাংলার কর্মীদের উপর যে হামলা হয়েছে তাঁদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সকল কর্মীরাই দেখা করতে যাচ্ছে । আশা করছি, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। 13 তারিখ পুলিশ বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে। তার পুরো রিপোর্ট আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দেব।"

ABOUT THE AUTHOR

...view details