কলকাতা, 8 অগস্ট: আগেই ঘোষণা করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার (TMC Mouthpiece Jago Bangla) সম্পাদকের দায়িত্ব সামলাবেন দলের প্রবীণ সাংসদ তথা রাজ্যসভায় দলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় । সোমবার আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করলেন এই প্রবীণ রাজনীতিক । এদিন মুখপত্রের অফিসে গিয়ে সকলের সঙ্গে পরিচিত হন নতুন সম্পাদক ।
সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, দল তাঁকে অতি সম্প্রতি মুখপত্রের সম্পাদকের গুরু দায়িত্ব দিয়েছে । যেহেতু বর্তমানে এটি খুব জনপ্রিয় একটি দৈনিক, কাজেই যথেষ্ট গুরুত্ব সহকারেই তিনি এই কাজ করতে চান । তাঁর কথায়, একদিকে যেমন সাধারণ মানুষের সংবাদের দিকে গুরুত্ব দিতে হবে । তেমনই দলীয় রাজনীতি, সরকারের উন্নয়ন, দলীয় কর্মসূচি সবটাই যাতে সমান ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করতে হবে । মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের দল । তাই জন সাধারণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনও দলীয় মুখপত্রের মাধ্যমে প্রকাশ করতে চান সুখেন্দুশেখর রায় ।