পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sukanta Majumder on Soumitra Khan : বিতর্কিত অডিয়ো ক্লিপকাণ্ডে সৌমিত্রকে ক্লিনচিট সুকান্তর

ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপকাণ্ডে সৌমিত্র খাঁ’কে ক্লিনচিট দিল রাজ্য বিজেপি ৷ দলের সভাপতি সুকান্ত মজুমদার এদিন জানান, সৌমিত্র খাঁ’র সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ সৌমিত্র জানিয়েছেন, ফোনবার্তায় বিতর্কিত কথা বলা ব্যক্তি তিনি নন ৷ এর পরেই বিজেপির তরফে সৌমিত্রের পাশে দাঁড়িয়ে বলা হয়েছে, দলে অবিশ্বাসের আবহ তৈরি করতে এধরনের ষড়যন্ত্র করা হচ্ছে ৷

bjp-gives-clean-chit-to-soumitra-khan-on-viral-audio-clip
বিতর্কিত অডিয়ো ক্লিপকাণ্ডে সৌমিত্রকে ক্লিনচিট সুকান্তর

By

Published : Nov 21, 2021, 5:02 PM IST

কলকাতা, 21 নভেম্বর : বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ’র বিতর্কিত অডিয়ো ক্লিপ ফাঁসকাণ্ডে দলের অবস্থান স্পষ্ট করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ৷ বিতর্কিত অডিয়ো ক্লিপ প্রকাশের একদিন পর সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র পাশেই দাঁড়াল বিজেপি ৷ সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি জানালেন, পুরো বিষয়টি দলের অন্দরে অবিশ্বাসের আবহ তৈরির জন্য ষড়যন্ত্র করা হয়েছে ৷ অডিয়ো ক্লিপটি সম্পূর্ণভাবে মিথ্যে বলে দাবি সুকান্ত মজুমদারের ৷ তাঁর কথায়, সৌমিত্র খাঁ’র সঙ্গে তিনি কথা বলেছেন ৷ সৌমিত্র খাঁ এ ধরনের কথা কারও সঙ্গে বলেননি বলেই দলের রাজ্য সভাপতিকে জানিয়েছেন ৷

প্রসঙ্গত, গতকাল একটি ফোনালাপের অডিয়ো ক্লিপ ভাইরাল হয় ৷ যেখানে দুই ব্যক্তির কথোপকথনে একজনকে বলতে শোনা গিয়েছে, আগামী লোকসভায় রাজ্যে বিজেপি 3টের বেশি আসন পাবেন না ৷ এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির ভরাডুবি হবে ৷ দাবি করা হয় ওই গলার স্বর নাকি সৌমিত্র খাঁ’র ৷ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ তবে, ওই অডিয়ো ক্লিপের কথোপকথনের জেরে শনিবার দিনভর বিজেপির অন্দরে তোলপাড় হয় ৷ সৌমিত্র খাঁ নিজের ফোন বন্ধ করে রাখেন ৷ এনিয়ে গতকাল সুকান্ত মজুমদার জানিয়ে ছিলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

আরও পড়ুন : Viral Audio of Saumitra khan : "রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

তবে, অডিয়ো ক্লিপের সত্যতা যাচাইয়ের আগেই সৌমিত্র খাঁ’কে ক্লিনচিট দিল রাজ্য বিজেপি ৷ আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি জানালেন, সৌমিত্র খাঁ’র সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ ওই অডিয়ো ক্লিপে বিতর্কিত কথা বলা ব্যক্তি তিনি নন বলে সুকান্ত মজুমদারকে জানিয়েছেন সৌমিত্র ৷ এর পরেই আজ সৌমিত্রকে ক্লিনচিট দেওয়া হল ৷ তবে, সৌমিত্রকে বিজেপি ক্লিনচিট দিলেও, এটাই তাঁর বিরুদ্ধে বিজেপি বিরোধী মন্তব্যের প্রথম নিদর্শন নয় ৷ এর আগেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সৌমিত্র খাঁ’র ৷

আরও পড়ুন : Sukanta Majumdar on Tathagata Roy : তথাগতর ‘আপাতত বিদায়’ টুইটে মন্তব্যে নারাজ সুকান্ত

অন্যদিকে, ক্যানিংয়ে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় বিজেপি জড়িত নয় বলে জানালেন সুকান্ত মজুমদার ৷ তাঁর মতে, ভোট পরবর্তী হিংসার জেরে বিজেপি রাজ্যের সর্বত্র কোণঠাসা ৷ ফলে বিজেপি কর্মীরা পাল্টা মার দেওয়া অবস্থায় নেই বলে দাবি তাঁর ৷ পুরো বিষয়টিকে তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছেন ৷ সুকান্ত মজুমদার বলেন, ‘‘গণতন্ত্রে যখন বিরোধী কণ্ঠকে রোধ করা হয় ৷ তখন শাসকদলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং এধরনের ঘটনা ঘটা খুবই স্বাভাবিক ৷’’

ABOUT THE AUTHOR

...view details