কলকাতা, 21 নভেম্বর : বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ’র বিতর্কিত অডিয়ো ক্লিপ ফাঁসকাণ্ডে দলের অবস্থান স্পষ্ট করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ৷ বিতর্কিত অডিয়ো ক্লিপ প্রকাশের একদিন পর সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র পাশেই দাঁড়াল বিজেপি ৷ সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি জানালেন, পুরো বিষয়টি দলের অন্দরে অবিশ্বাসের আবহ তৈরির জন্য ষড়যন্ত্র করা হয়েছে ৷ অডিয়ো ক্লিপটি সম্পূর্ণভাবে মিথ্যে বলে দাবি সুকান্ত মজুমদারের ৷ তাঁর কথায়, সৌমিত্র খাঁ’র সঙ্গে তিনি কথা বলেছেন ৷ সৌমিত্র খাঁ এ ধরনের কথা কারও সঙ্গে বলেননি বলেই দলের রাজ্য সভাপতিকে জানিয়েছেন ৷
প্রসঙ্গত, গতকাল একটি ফোনালাপের অডিয়ো ক্লিপ ভাইরাল হয় ৷ যেখানে দুই ব্যক্তির কথোপকথনে একজনকে বলতে শোনা গিয়েছে, আগামী লোকসভায় রাজ্যে বিজেপি 3টের বেশি আসন পাবেন না ৷ এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির ভরাডুবি হবে ৷ দাবি করা হয় ওই গলার স্বর নাকি সৌমিত্র খাঁ’র ৷ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ তবে, ওই অডিয়ো ক্লিপের কথোপকথনের জেরে শনিবার দিনভর বিজেপির অন্দরে তোলপাড় হয় ৷ সৌমিত্র খাঁ নিজের ফোন বন্ধ করে রাখেন ৷ এনিয়ে গতকাল সুকান্ত মজুমদার জানিয়ে ছিলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
আরও পড়ুন : Viral Audio of Saumitra khan : "রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ