কলকাতা, 11 জুন : হাওড়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর সামনে থেকে গ্রেফতার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder Arrests from Second Hooghly Bridge) ৷ তাঁকে লালবাজারে নিয়ে আসা হয়েছে ৷ সেন্ট্রাল লকআপে তাঁকে রাখা হয়েছে বলে খবর ৷ সুকান্তর সঙ্গে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরাও রয়েছেন বলে সূত্রের খবর ৷
এ দিন নিউটাউনের বাড়ি থেকে বেরিয়ে হাওড়ার অশান্ত এলাকায় যাওয়ার জন্য রওনা দেন ৷ কিন্তু, নিউটাউনেই সুকান্তকে বাধা দেয় বিধানগর থানার পুলিশ ৷ 144 ধারা লাগু রয়েছে হাওড়ায় ৷ তাই সেখানে যেতে বাধা দেওয়া হয় সুকান্তকে ৷ কিন্তু, সেই বাধা উপেক্ষা করেই রীতিমত গায়ের জোরেই নিউটাউন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপি সভাপতি ৷ কিন্তু, কলকাতা ঢোকার পর সুকান্তকে ফের আটকায় পুলিশ ৷ এসএসকেএম হাসপাতালের সামনে বিজেপি সাংসদের কনভয় আটকানো হয়, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কায় ৷
তবে, সেখানেও দমেননি বিজেপির রাজ্য সভাপতি ৷ অভিযোগ পায়ে হেঁটেই দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতে থাকেন তিনি ৷ ব্রিজে ওঠার মুখে ফের গাড়ি বসে পড়েন ৷ তবে, সুকান্তকে রুখতে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার আগে বিশাল পুলিশ মোতায়েন করা হয় ৷ সেখান থেকেই নিউ মার্কেট থানার পুলিশ সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যায় ৷