কলকাতা, 31 জুলাই: আগামিকাল ক্যাবিনেট বৈঠকে এক চোরকে সরিয়ে দ্বিতীয় চোরকে বসানো হবে ৷ সোমবার এমনটাই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(BJP state president Sukanta Majumdar) । ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সবক'টি মন্ত্রিত্ব থেকে এবং দলের পথ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee) ৷
এ বার মন্ত্রিসভার সম্প্রসারণের পালা ৷ আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) মন্ত্রিসভার একটি বৈঠক ডেকেছেন ৷ মনে করা হচ্ছে সেখানে মন্ত্রিত্ব নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ সোমবারই মন্ত্রিসভার সম্প্রসারণ সেরে ফেলতে পারেন মমতা ৷
এই বিষয়ে আজ কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, "আগামিকাল ক্যাবিনেট বৈঠকে এক চোরকে সরিয়ে দ্বিতীয় চোরকে বসানো হবে । ছোট চোরকে সরিয়ে বড় বা মেজ চোরকে বসানো হবে ।" তিনি আরও বলেন, "বৈঠকে মুখ্যমন্ত্রী আবার কোনও স্ট্যান্ডবাজি করবেন । মমতা বলবেন, তিনি কিছুই জানেন না । যে পার্টিতে মন্ত্রীরা বোধহয় বাথরুমে যেতে গেলেও তাঁকে জিজ্ঞেস করে যান সেখানে মুখ্যমন্ত্রী কিছু জানেন না, এমনটা হতেই পারে না । এটা বললে কেউ বিশ্বাস করবে না ।"
আরও পড়ুন:মন্ত্রিসভা থেকে সংগঠন, পার্থর ধাক্কায় একাধিক রদবদলের সামনে শাসকদল
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) জড়িয়েছে এবং তার সঙ্গে একের পর এক জায়গা থেকে টাকা উদ্ধার হচ্ছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলের ভাবমূর্তি ৷ পাশাপাশি পার্থর ব্যক্তিগত জীবনও চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ এই অবস্থায় সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ পার্থকে আপাতত সমস্ত পদ থেকে সরিয়ে দিয়ে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে তৃণমূল ৷ এবার তৃণমূলের তরফে আগামিদিনে বেশ কিছু সাংগঠনিক রদবদল দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদার এদিন তৃণমূলকে তীব্র আক্রমণ করেন(Sukanta Majumdar slams TMC on cabinet reshuffle) ৷