কলকাতা, 12 জুন: দলীয় নেতৃত্বকে হাওড়ায় ঢুকতে বাধা দেওয়া, পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার মতো একাধিক ঘটনার প্রতিবাদে রবিবার কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি কর্মীরা ৷ এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়া-সহ রাজ্যের অন্য়ান্য জায়গায় অশান্তি ছড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও তাঁর সরকারকেই দায়ী করেন সুকান্ত ৷ তাঁর মুখে পুলিশের সমালোচনাও শোনা যায় ৷ সুকান্তর দাবি, রাজ্যে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তা সামলানোর ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই ৷ তাই অবিলম্বে উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলেন তিনি ৷
প্রসঙ্গত, এদিনই হাওড়ায় আসার পরিকল্পনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু, পুলিশের বাধায় তাঁর সেই উদ্যোগ ভেস্তে যায় ৷ তার আগে শনিবার সুকান্ত হাওড়ায় ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় ৷ এই প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, "বিরোধী দলনেতা বা আমাকে আটকাতে পুলিশ যে অতিসক্রিয়তা দেখাচ্ছে, তিনদিন আগে তা দেখালে আজ রাজ্যের এই অবস্থা হত না ৷" সুকান্তর অভিযোগ, পুলিশ রাজ্যের শাসকদলের নির্দেশ মতো কাজ করছে ৷ আর সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ক্রমেই বাড়ছে ৷
আরও পড়ুন:Suvendu Adhikari : গৃহবন্দি করা যায়নি, রাস্তাতে শুভেন্দুর গাড়ি আটকাল পুলিশ
এদিন বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে গান্ধি মূর্তির পাদদেশে রাস্তায় বসে অবস্থান শুরু করেন সুকান্ত মজুমদার ৷ বিজেপি-র বক্তব্য, রাজ্যে যে অশান্তিত বাতাবরণ তৈরি হয়েছে, তা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ পুলিশ প্রশাসন। সুশান্ত সাংবাদিকদের জানান, হাওড়ায় তাঁদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ সেই সমস্ত এলাকায় কর্মীরা কী অবস্থায় আছেন, তা দেখতেই শুক্রবার নিউটাউনের বাড়ি থেকে হাওড়া যাওয়ার সিদ্ধান্ত নেন সুকান্ত ৷ কিন্তু, বাড়ি থেকে বের হতেই তাঁকে আটকে দেয় পুলিশ ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁর বিবাদও হয় ৷ কিন্তু, হাওড়া যাবেন বলে অনড় ছিলেন সুকান্ত ৷ শেষমেষ তাঁকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয় ৷
রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারের সমালোচনায় সরব সুকান্ত মজুমদার ৷ রবিবার বিজেপি-র তরফ থেকে অভিযোগ জানানো হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভবনের সামনে 'পুলিশের সক্রিয়তা' বেড়ে গিয়েছে ! এই প্রসঙ্গে সুকান্ত বলেন, "এই সরকার পুলিশ প্রশাসনকে নিজেদের দলদাসে পরিণত করেছে ৷ পুলিশের সামনে গাড়ির কাচ ভাঙা হচ্ছে ৷ আর পুলিশ বলছে, গুড শট ! মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে কেন্দ্রীয় বাহিনী নামানোর ব্যাবস্থা করুন ৷ তা না হলে বাংলার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হতে চলেছে ৷ এই পরিস্থিতির উপর মুখ্যমন্ত্রীর কোনও নিয়ন্ত্রণ নেই ৷"