দুর্গাপুর, 27 এপ্রিল : অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনাকে 'সন্দেহজনক' আখ্যা দিয়ে সিবিআই তদন্ত দাবি করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar demands CBI enquiry in Anubrata Mandal security guard accident) । বুধবার পুরুলিয়া যাওয়ার পথে দুর্গাপুরের একটি হোটেলে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে জরুরি আলোচনায় বসেন বিজেপি রাজ্য সভাপতি ৷ বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি দিলীপ দে-সহ অন্যান্যরা ৷ বৈঠক সেরে বেরিয়েই অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনা নিয়ে মন্তব্য করেন সুকান্ত ৷
বৈঠকের পর সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার বলেন, "এই দুর্ঘটনা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। যেটাকে দুর্ঘটনা বলে চালানো হচ্ছে তা কি আদৌ দুর্ঘটনা ? অনুব্রত পুলিশ-সহ অন্যান্যদের ফোনে নির্দেশ দেন দেহরক্ষীর ফোন থেকেই । তার গাড়িতেই দুর্ঘটনা ঘটল। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পনা ?" এর উত্তর একমাত্র সিবিআই তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে মনে করেন বিজেপি রাজ্য সভাপতি।