কলকাতা, 5 ডিসেম্বর: পুরভোটে দলীয় কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে, কাউকে ভোটদানে বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে বিশৃঙ্খলা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। দলের উর্ধে কেউ নয়। এভাবেই কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের প্রতি কঠোর বার্তায় ভরসা নেই বলেই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar criticizes Abhishek Banerjee)।
বিজেপির রাজ্য দফতরে রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমার আস্থা নেই। উনি 99টাই মিথ্যে কথা বলেন। আমরা তৃণমূলের শান্তির কথায় বিশ্বাস করি না। আমাদের কাছে খবর আছে দুপুর 2টোর পর বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হবে না। তৃণমূল ভোট লুঠ করবে। আমরা তাই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে পুরভোট করানোর দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছি। আশা করি আগামী দিনে সুপ্রিমকোর্ট আমাদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট করানোর নির্দেশ দেবে।"