কলকাতা, 2 সেপ্টেম্বর: কয়লাপাচার মামলায় শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এদিন তাঁর জিজ্ঞাসাবাদ পর্বের মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar speaks on Abhishek Banerjee) ৷ তিনি বলেন, "দেখুন দিদি-মোদির কোনও বোঝাপড়া নেই । সেটা তো আগেই প্রমাণিত । দিদি দিল্লি থেকে ঘুরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন । দিদির প্রিয় আদরের ভাই কেষ্ট তিনিও জেলে গিয়েছেন । আগামিদিনে আরও কিছু লোক জেলে যাবে বলে মনে হচ্ছে । আজকেও বড় কিছু ঘটতে পারে আপনারা লক্ষ্য রাখুন ।"
উল্লেখ্য, গরুপাচার ও কয়লাপাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । কয়লাপাচার কাণ্ডে এদিন তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি (ED Summons Abhishek Banerjee) ৷ এদিন প্রায় সাড়ে 6 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে তাঁর ৷ তারই মাঝে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷
আরও পড়ুন: প্রতিহিংসা থেকেই বারবার ডাক, বিরোধী দলগুলিকে টার্গেটের অভিযোগে সরব তৃণমূল