পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sujit Bose Hospitalised: হঠাৎ অসুস্থ, মাঝরাতে হাসপাতালে ভর্তি মন্ত্রী সুজিত বসু - সুজিত বসু হাসপাতালে

পেটে তীব্র ব্যাথা নিয়ে মাঝরাতে হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose Hospitalised)৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা (Stomach pain)৷

Sujit Bose hospitalised for having stomach pain at midnight
মাঝরাতে হঠাৎ হাসপাতালে ভর্তি দমকলমন্ত্রী, কেন ?

By

Published : Jul 10, 2022, 2:14 PM IST

কলকাতা, 10 জুলাই: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose Hospitalised)। শনিবার গভীর রাতে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ।

শনিবার রাতে হঠাৎই পেটে অসম্ভব ব্যথা অনুভব করেন দমকল মন্ত্রী সুজিত বসু (Stomach pain)। তখনই আর দেরি না করে তাঁকে ভর্তি করে দেওয়া হয় হাসপাতালে । জানা গিয়েছে, শনিবার দুপুরে খাবার খেয়ে ঠিকই ছিলেন বিধান নগরের বিধায়ক সুজিত বসু । তবে সন্ধে থেকেই তাঁর পেটে তীব্র ব্যথা হতে শুরু করে । রাত বাড়লে সেই ব্যাথা আরও বাড়ে ৷ তখনই আর সময় নষ্ট না করে রাত তিনটের সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন:দ্বিতীয়বার করোনায় আক্রান্ত মন্ত্রী সুজিত বসু

সকাল থেকে তাঁর পেটের পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে । বেশ কিছু ওষুধও দেওয়া হয়েছে তাঁকে । তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে । যদি আর কোনও সমস্যা দেখা না দেয়, তবে আজই ছুটি হয়ে যেতে পারে রাজ্যের দমকল মন্ত্রীর ।

ABOUT THE AUTHOR

...view details