কোরোনায় আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু - coronavirus
গত সপ্তাহে সুজিত বসুর বাড়ির পরিচারিকা প্রথম কোরোনা ভাইরাসে আক্রান্ত হন ৷
কলকাতা, 29 মে : COVID-19 এ আক্রান্ত রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার পর চিকিৎসকরা জানান, সুজিত বসুর শরীরের কোরোনা ভাইরাস সংক্রমণ হয়েছে ।
দমকল মন্ত্রী সুজিত বসু গত সপ্তাহে জানিয়েছিলেন, তাঁর বাড়ির দীর্ঘদিনের পরিচারিকা COVID-19 আক্রান্ত । এরপরেই নিজের সোয়াব পরীক্ষা করতে দেন তিনি । পরীক্ষার রিপোর্টে COVID-19 পজ়িটিভ আসে । সুজিত বসুর বাড়িতে একাধিক পরিচারিকা রয়েছেন । সংশ্লিষ্ট পরিচারিকাকে রাজারহাটের হাসপাতালে আইসোলেশন রাখা হয়েছে ।
মন্ত্রীর পরিবারের সব সদস্যের নমুনা পরীক্ষা হয়েছে । তিনি বলেন, ’’কোনওরকম উপসর্গ আমার শরীরে নেই । জ্বর বা গলায় ব্যথাও নেই । কীভাবে হল বুঝতে পারছি না । উপসর্গ না থাকায় চিকিৎসকরা বলেছেন, ঘরে আইসোলেশনে থাকতে । এখনও পর্যন্ত শারীরিক কষ্ট নেই । খাওয়া-দাওয়া করতে পারছি । পর্যাপ্ত জল খাচ্ছি । কী আর করা যাবে । সংক্রমণ যখন ছড়িয়েছে, সুস্থও হতে হবে ।’’
সুজিত বসুর স্ত্রী, ছেলে-মেয়ে এবং আরও এক পরিচারিকার COVID-19 পরীক্ষা হয়েছে । মন্ত্রীর ছেলে-মেয়ে বাদে পরিবারের বাকিদের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে বলে জানা গিয়েছে ।