কলকাতা, 12 জুন : কলকাতা পৌরনিগমের প্রশাসক এবং পৌর কমিশনারকে চিঠি সুজন চক্রবর্তীর । ভাইরাল হওয়া অজ্ঞাত পরিচয় মৃতদেহগুলির সঠিক তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছেন তিনি । গতকাল ঘটনাটির সম্পুর্ণ তথ্য প্রকাশের জন্য দাবি জানান এই বাম নেতা ।
ভিডিয়োয় সঠিক তথ্য জানতে চেয়ে চিঠি সুজনের - কলকাতা
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া অজ্ঞাত পরিচয় মৃতদেহগুলির সঠিক তথ্য জানতে এবার কলকাতা পৌরনিগমের প্রশাসক এবং পৌর কমিশনারকে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।
ওই চিঠিতে সুজন বাবু লিখেছেন, “এই ধরণের ঘটনায় এলাকার জনগণের বিক্ষোভ এবং প্রতিক্রিয়া দেখানোই স্বাভাবিক । কারণ স্বভাবতই মানুষ সঠিক তথ্য জানতে চায় । প্রশ্ন এই যে, ওই লাশ কাদের ? তাঁদের, নাম, পরিচয়, ঠিকানা কী ? নির্দিষ্ট স্থানের পরিবর্তে বেওয়ারিশ লাশ গড়িয়া শ্মশানে আনা হল কেন ? মৃতদেহগুলির সঙ্গে কোরোনার সম্পর্ক আছে কি না ! অথবা গোপনীয় অন্য কোনও কারণ আছে কি ? নচেৎ অস্বাভাবিক মৃত্যু হিসেবে এগুলি নথিভুক্ত হয়েছে কি না ? নথিভুক্তর সংখ্যাই বা কত ? গড়িয়া শ্মশান থেকে ফেরৎ যাওয়া লাশগুলির পরিণতি কী? সম্প্রতি বেওয়ারিশ লাশ এবং সৎকার সংক্রান্ত অনেকগুলি অভিযোগ এসেছে । মানুষের তথ্য জানার অধিকার আছে । সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য দ্রুত প্রকাশ করুন । না হলে জনমানসে বিরক্তি ও সন্দেহ থাকবেই ।" যথাযথ দায়িত্ব প্রাপ্ত হিসাবে দ্রুত এবং স্পষ্ট ভাবে তথ্য প্রকাশ করার জন্য প্রশাসক ফিরহাদ হাকিমকে এবং কলকাতার পৌর কমিশনারকে এই কথাই চিঠিতে লিখেছেন তিনি ।
CPI(M) এই নেতা আরও জানিয়ছেন , এর থেকে স্পষ্ট হচ্ছে রাজ্য সরকার তার অধীনস্ত সংস্থাগুলিকে দিয়ে গোপনে কোরোনা রোগে আক্রান্ত মৃতদেহগুলির সৎকারের চেষ্টা করছে । অর্থাৎ তথ্য গোপন এবং মানুষকে বিভ্রান্ত করছে তারা ।