কলকাতা, 24 অগস্ট: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2022) ৷ এদিকে, একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন দলের নেতা, মন্ত্রীরা ৷ এই অবস্থায় ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সূত্রের খবর, সমস্ত স্তরের নেতা ও কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাঁর নির্দেশ, দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি যেন কোনওরকম অশান্তিতে জড়িয়ে না পড়েন ৷ সাংবাদিক সম্মেলনে বিষয়টি উত্থাপিত হতেই অভিষেককে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷
বুধবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিষেক সম্পর্কে সুজন বলেন, "তিনি মুখে সাধু কথা বলছেন ৷ আর কাজ করছেন অসাধু ৷ এসবই তাঁর পিসির কাছ থেকে শেখা ৷ কাজে যা করবেন, বলবেন ঠিক তার উলটো ৷" এই ইস্যুতে 'ডায়মন্ড হারবার মডেল' (Diamond Harbour Model)-এর প্রসঙ্গ ওঠে ৷ সুজনের অভিযোগ, আগের ভোটে সমগ্র ডায়মন্ড হারবার তৃণমূলের গুন্ডাদের দখলে ছিল ৷ জেলায় মাত্র কয়েকজন বাম প্রার্থী দাঁড়াতে পেরেছিলেন ৷ বিজেপি প্রার্থী যে কয়েকজন ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁরাও পরে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য হন ৷
আরও পড়ুন:দুবাইয়ে জন্ম নিচ্ছে, 6 মাস পর নতুন তৃণমূলের অন্নপ্রাশন কলকাতায়, কটাক্ষ সুজনের