কলকাতা, 4 অগস্ট : ম্যান-মেড শব্দব্রহ্মটি বর্তমান মুখ্যমন্ত্রীর আবিষ্কার । বাম আমলে ম্যান-মেড বন্যা বলে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ তিনি দাবি করেছিলেন । এখন ম্যান-মেড বন্যা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাকে দায়ী করছেন, তা পরিষ্কার হওয়া উচিত বলে মনে করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । এই পরিস্থিতিতে কার পদত্যাগ দাবি করবেন সেই ছবিটাও পরিষ্কার হওয়া দরকার বলে মনে করেন তিনি । কারণ, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বয়ং, না সেচমন্ত্রী, সেচসচিব কার দায়, তাও পরিষ্কার হওয়া উচিত বলে মনে করেন সুজন ৷
সুজন বলেন, "মনে রাখা উচিত, ম্যান-মেড বলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন উনি ৷ আমরা অবশ্য ম্যান-মেড বন্যা মনে করি না । জল অনেক বেশি হয়েছে তাই ডিভিসি বেশি পরিমাণে জল ছেড়েছে । কিন্তু এক্ষেত্রে নাব্যতা বাড়াতে যা করা উচিত ছিল তা গত দশ-এগারো বছরে রাজ্য সরকার করেনি । মুখ্যমন্ত্রী গত তিরিশ বছরে একটিবার ছাড়া সবসময় সাংসদ ছিলেন । উনি তো দিল্লিতে সব দলের সরকারেই ছিলেন । এই গুণ তো কারও নেই । উনি বলতে পারবেন ম্যান-মেড বন্যা বলতে আসলে কার দায় । কার দিকে আঙুল তুলছেন । এই অবস্থায় কী ব্যবস্থা তিনি নিচ্ছেন, তাও পরিষ্কার করা উচিত ৷"
ভ্যাকসিন নিয়েও ফের রাজনীতির কথা তুলেছেন সুজন । এই ব্যাপারে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি । বলেন, "ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হচ্ছে ক্লাব, পুজো কমিটি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির মাধ্যমে । টিকাকরণ স্বাস্থ্য দফতরের কাজ ৷ স্বাস্থ্য দফতর এমনিতেই পাচ্ছে কম । তার ওপর তা আবার কেড়ে নিয়ে দলতন্ত্র চলছে । মানুষ রাতভর অপেক্ষার পরও দেখছেন টিকা পাওয়া যাচ্ছে না । অথচ তৃণমূল কংগ্রেসের অফিস থেকে চিরকুট নিয়ে এলেই টিকা পাওয়া যাচ্ছে । ফলে দেবাঞ্জনদের সৃষ্টি হচ্ছে । কাজ হারিয়ে চরম বিপাকে মানুষ ৷ তাদের জন্য পরিবার প্রতি সাড়ে সাত হাজার টাকার ব্যবস্থা এবং অন্যান্য দায় সরকারকে নিতে হবে ৷" বিপুল বৃষ্টিতে চাষের ক্ষতি হয়েছে । কৃষকরা অথৈ জলে । সুজনবাবুর মুখ্যমন্ত্রীর কাছে দাবি, ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য অবিলম্বে কোনও প্যাকেজ ঘোষণা করা হোক ।