কলকাতা, 3 জুলাই: বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ইস্যুতে নাম না-করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Bengal CM Mamata Banerjee) তীব্র কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty)। মমতার আচার্য হলে বিপজ্জনক ঘটনা হবে বলে তাঁর মত । একই সঙ্গে মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । সুজন চক্রবর্তী বলেন, "ফেক পিএইচডি, উপাচার্য হলে বিপজ্জনক ঘটনা তো হবেই । আমরা চাই শিক্ষাবিদ কিংবা বিশিষ্ট মানুষ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন ।"
গত বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যায়ের উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয় । ওইদিন ‘আচার্য’-র ক্ষমতাবলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন জগদীপ ধনকড় । সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন শাসকদলের নেতারা । নিয়োগ নিয়ে রাজ্যপালকে জবাব দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও । সেই প্রসঙ্গেই রবিবার মুখ খোলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য - রাজ্যপাল দ্বৈরথ চলছে । রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য বিধানসভায় বিল পাশ করিয়েছে । কিন্তু এখনও আইনে পরিণত হয়নি । এখনও পর্যন্ত আচার্য রাজ্যপালই রয়েছেন । রাজ্য-রাজ্যপাল দ্বৈরথ বাদ দিয়ে আমরা চাই শিক্ষাবিদ কিংবা বিশিষ্ট মানুষ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন । কিন্তু সে সব না হয়ে রাজ্যপাল-মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজভবন-নবান্ন দ্বন্দ্ব দেখানো হচ্ছে । এতে আদতে মানুষের কোনও উপকার হচ্ছে না । "