কলকাতা, 19 সেপ্টেম্বর : রাজনৈতিক দলবদলের বাজারে শনিবারের দুপুরে চমকপ্রদ খবর হয়ে দাঁড়ায় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র দল পরিবর্তন । আসানসোলের সাংসদের দলবদল নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কটাক্ষ এবং চাপানউতোর শুরু হয়ে গিয়েছে । এই অবস্থায় নীতির প্রশ্ন তুলে বাবুলকে কটাক্ষ করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও । তার মতে, "গায়ক বাবুল সুপ্রিয়কে শুভেচ্ছা জানাচ্ছি । আজ বিজেপি, কাল তৃণমূল কংগ্রেস- কোনও নীতিগত অবস্থান নয় । মেরুদণ্ড থাকলে লোকে এইরকম ভাবে চলে না ।"
2013 সালে আসানসোলে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে গান, আবার বিমান যাত্রার সময় যোগগুরুর সঙ্গে দেখা হয়ে তাঁর কথায় বিজেপিতে যোগদান কিংবা ভিক্টোরিয়া প্রাঙ্গণে নিজের সদ্য প্রাক্তন দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে ঝালমুড়ি খাওয়া- বাবুল সুপ্রিয় যখন যেমন, তখন তেমন রাজনীতি করে গিয়েছেন । তাঁর এই সদা চঞ্চল রাজনীতি অনেক বিতর্ক প্রশ্নের জন্ম দিয়েছে । এইসব প্রসঙ্গেই সুজন বলেন, "যিনি কয়েকদিন আগে নরেন্দ্র মোদিকে ভারতবর্ষের সবচেয়ে বড় নেতা বলতেন, তাঁকে আজ বলতে হচ্ছে মোদি কত খারাপ, স্বৈরাচারী আর মমতা বন্দ্যোপাধ্যায় কত ভাল । অথচ কয়েকদিন আগেও তিনি উল্টোটা বলেছিলেন । পরিস্থিতি যখন যেমন, তখন তেমন বলতে পারব- এই নীতি প্রমাণ করে ব্যবসায়িক মনোভাব নিয়ে রাজনীতিতে আসা ৷ এটা চলতে পারে না । এমন প্রবণতা বিপজ্জনক ৷"