কলকাতা, 05 সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । অমিত শাহের ছবি সহ টি-শার্টে লেখা 'ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু’ । মূলত যুব তৃণমূলের কর্মীরাই এই প্রচার চালাচ্ছেন । যা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে সিপিএম (CPIM) । সোমবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "বদনাম ভি নাম হ্যায় নাহ ! দিল্লির সঙ্গে তো অনেক রফা হচ্ছে । তাই অমিত শাহের একটু নাম করে দাও । বদনাম করে দাও । সেটাই হচ্ছে বাবুকে খুশি করতে ।"
সুজনের আরও দাবি, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ছবি দিয়ে তৃণমূল বা বিজেপি প্রচার করে থাকেন । নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করতে । সাধারণত যে যার বিরুদ্ধে সে তার ছবি ব্যবহার করে না । আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাহিনী এখন অমিত শাহ ছবি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে । অমিত শাহকে খুশি করার জন্য । বিরোধিতা করার জন্য কেউ ছবি ব্যবহার করে না । সবচেয়ে বড় পাপ্পু বলে আসলে, ওর পাশে থাকারই একটা প্রচেষ্টা । বদনাম করে হলেও মোদী অমিত শাহ নাম করে দাও, যাতে তৃণমূল টিকে থাকতে পারে ।"