কলকাতা, 26 সেপ্টেম্বর :‘‘আমরা তো অপ্রাসঙ্গিক ৷ তাহলে আমাদের বাধা দেওয়া হচ্ছে কেন ?’’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে এভাবেই সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) প্রচারে বাধাদান নিয়ে কটাক্ষ ছুড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) ৷ দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhabanipur) বিধানসভা কেন্দ্রে সিপিএম তথা বামেদের প্রার্থী শ্রীজীব বিশ্বাস (Srijib Biswas) ৷ তাঁর সমর্থনেই রবিবার সকালে প্রচার কর্মসূচিতে সামিল হন সুজন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়া হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢুকতে গেলেই তৃণমূলের বাধার মুখে পড়তে হয় তাঁকে ও তাঁর দলীয় সহকর্মীদের বলে অভিযোগ ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি, বাকবিতণ্ডা ৷ ঘটনায় জখম হন বাম সমর্থক ও কর্মীরা ৷ নিগৃহীত হয়েছেন সুজন চক্রবর্তী নিজেও ৷
আরও পড়ুন :Bhawanipur By poll : ভবানীপুর উপনির্বাচনে ঘরের মেয়েকে ভোট দেওয়ার সুযোগ বিহারীবাবু পিকের
ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘‘আমাদের কাছে আরও-র (Returning Officer) অনুমতি রয়েছে ৷ সেই অনুমতি নিয়েই প্রচারে বেরিয়েছি আমরা ৷ তৃণমূল কে ? ওরা অনুমতি দেওয়ার কেউ নয় ৷ রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তৃণমূল আসলে ভয় পেয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় কুঁকড়ে গিয়েছেন ৷ তাই বারবার বলছেন, আমাকে ভোট দিন ৷ কেন ? ওঁকে ভোট না দিলে কী হবে ? দলে তো আরও বিধায়ক রয়েছেন ৷ অনেক প্রবীণ নেতা আছেন ৷ তাঁরা কি কম যোগ্য ? তাঁরা নিজেরাও তো বলছেন, আমরা কি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের থেকে কম যোগ্য ? আসলে ওঁকেই মুখ্যমন্ত্রী হতে হবে ৷ অন্য কেউ হলে চলবে না ৷’’