পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sujan Chakraborty: একাধিক ইস্যুতে রাজ্যের কড়া সমালোচনা সুজন চক্রবর্তীর - Sujan Chakraborty criticises CM Mamata Banerjee

বিভিন্ন ইস্যুতে রাজ্যের কড়া সমালোচনা করলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর গ্রেফতারি প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি (Sujan Chakraborty criticises CM Mamata Banerjee) ৷

Sujan Chakraborty
ETV Bharat

By

Published : Sep 21, 2022, 9:10 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে শিশুকে অপহরণ করে খুনের ঘটনার কড়া সমালোচনা করলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । তাঁর বক্তব্য,"শান্তিনিকেতনের ঘটনা শিউরে ওঠার মতো । অপরাধীদের শাস্তি হতে হবে । বিজেপি বলছে সিবিআই চাই । সেটা বড় কথা নয় । যে কোনও দলের সেখানে যাওয়ার ও পাশে দাঁড়ানোর অধিকার আছে ৷ কিন্ত কাউকে তৃণমূল সেখানে যেতে দিতে চায় না ৷"

আরও পড়ুন: এবার জেলেই পুজো কাটবে পার্থ-কল্যাণের

একাধিক ইস্যুতে রাজ্যের কড়া সমালোচনা সুজন চক্রবর্তীর

সুবীরেশ ভট্টাচার্যের (Subires Bhattacharya) গ্রেফতারি প্রসঙ্গেও বুধবার মুখ খুলেছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticises TMC Govt) ৷ তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যানরা অনেকেই জেলে । উপাচার্য জেলে ৷ বাংলার মাথা হেট হয়ে যাচ্ছে । সুবীরেশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার প্রস্তাব করেছিলেন । তাই তিনি উপাচার্য পদে প্রমোশন পেয়েছেন । এখনও কোনও পদক্ষেপ করা হল না সরকারের তরফ থেকে । পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে কলঙ্কিত হয়ে গেল । সব কিছুই যার অনুপ্রেরণায় তিনি কোথায় ? বাংলার শিক্ষা একবারে কলঙ্কিত অধ্যায় দেশের কাছে ।"

ABOUT THE AUTHOR

...view details