কলকাতা, 2 জানুয়ারি: রাজ্যে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে লাগু হচ্ছে একাধিক বিধিনিষেধ ৷ রবিবারই এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷ রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিলেও, ইতিমধ্যেই এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সংক্রমণ ছড়িয়ে যাওয়ার পর কেন এত দেরিতে এই সিদ্ধান্ত ঘোষণা হল তা নিয়েও নানা মত শোনা যাচ্ছে ৷ একই সঙ্গে এদিন জারি হওয়া কিছু নির্দেশিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷
এই ইস্যুতেই এবার রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সিপিএস নেতা সুজন চক্রবর্তী ( CPM Leader Sujan Chakraborty criticises Mamata Banerjee) ৷ রবিবার তিনি বলেন, "কোভিড পরিস্থিতি সংকটজনক হলে বিধিনিষেধ জারি করতেই হবে । কিন্তু আগেও বলেছি এই সরকার কখন কী ব্যবস্থা নিচ্ছে তার কোনও মাথা মুন্ডু নেই ।" একই সঙ্গে তাঁর প্রশ্ন, "বিশেষজ্ঞ কমিটি কি বসেছে? কমিটির সদস্যরা কি এই নিয়ে কোনও মত দিয়েছেন? গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি, যা সরকার ঘোষণা করেছিল, তারা কী জানিয়েছ? যাবতীয় বিশেষজ্ঞ কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মুখ্যসচিব ? এটা হতে পারে না । একটা নির্দেশ জারি করে কাল থেকে কী করা যাবে না তা বলে দেওয়া হল । কিন্তু বিশেষজ্ঞ কমিটির মতটাও জানা উচিত । না হলে কাল বাদে পরশু উল্টো কথা বলবেন না তার কি গ্যারান্টি রয়েছে !"