কলকাতা, 3 জুন : একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বামপরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী । প্রধানমন্ত্রী এরাজ্যে এসেছিলেন । আমফান ঘূর্ণিঝড়ের পরে দুর্দশা দেখতে । ১ হাজার কোটি টাকা সাহায্য করেছেন রাজ্যকে । কিন্তু কেন্দ্রীয় টিম আসছে না কেন ? রাজ্যপালের কাছে এই বিষয়ে আবেদন জানিয়ে এল রাজ্যের বাম দল।
কেন্দ্রীয় টিমের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে বামেরা । গতকাল সে কথা রাজ্যপালকে জানিয়েছেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী । রাজ্যপালকে জানানো হয়েছে, দ্রুত কেন্দ্রীয় টিম এরাজ্যে আসুক এবং বাম পরিষদীয় দলের প্রতিনিধিরা যেন তাদের সঙ্গে দেখা করার সুযোগ পায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিবকেও চিঠি দেওয়া হয়েছে । রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্রীয় টিমের সঙ্গে দেখা করতে চায় বামেরা ।
রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে, ত্রাণের বন্দোবস্ত খুব দুর্বল । এখনও পুনর্গঠনের কাজ হয়নি । ত্রাণ পৌঁছায়নি অধিকাংশ জায়গায় । বিদ্যুৎ সংযোগ চালু হয়নি । রাজ্যের মানুষের ভয়ঙ্কর বিপদে রয়েছেন । বাড়ি, গাছ, ঘর, ভেঙে পড়েছে । পঞ্চায়েত দরখাস্ত নিচ্ছে না । মানুষ কোথায় দরখাস্ত করবে ? অবিলম্বে অনলাইনে দরখাস্তের জন্য সুযোগ দেওয়া হোক । শস্যের ক্ষতি হয়েছে কৃষকের । কৃষি ঋণ মুকুবের আবেদন জানানো হয়েছে রাজ্যপালের কাছে । সরকার দায়িত্ব পালন করছে না ।