কলকাতা, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও NRC ইশুতে উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিক্ষোভ শুরু হয়েছে । আইনের প্রতিবাদে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি নিয়েছে বামেরা । নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ও NRC-র বিরোধিতায় মুখ্যমন্ত্রীর আবেদনে কতটা আন্তরিকতা আছে, তা নিয়ে আজ প্রশ্ন তুললেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এরাজ্যে BJP-র উত্থান । আজ নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে মুখ্যমন্ত্রী যতই উদ্বিগ্ন হন, এর দায় তাঁরই।"
"কারও হিম্মত হবে না এই রাজ্যে NRC করার", হুঁশিয়ারি সুজনের - নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সুজন চক্রবর্তী
সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এরাজ্যে BJP-র উত্থান । আজ নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে মুখ্যমন্ত্রী যতই উদ্বিগ্ন হন, এর দায় তাঁরই।"
!["কারও হিম্মত হবে না এই রাজ্যে NRC করার", হুঁশিয়ারি সুজনের Sujan Chakrabarty on CAA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5363291-thumbnail-3x2-suj.jpg)
বাম পরিষদীয় দলনেতা জানান, দেশের মানুষকে বিদেশি করার চক্রান্ত রুখতে দেশজুড়ে বামপন্থীরা যেমন আন্দোলন করবে, তেমনি কলকাতাতেও রাস্তার মোড়ে-মোড়ে, পাড়ায়-পাড়ায় বিক্ষোভ করবে বামেরা । পশ্চিমবঙ্গ বিধানসভায় বামফ্রন্ট প্রথম প্রস্তাব এনেছিল নাগরিকপঞ্জির বিরুদ্ধে । একথা উল্লেখ করে সুজন চক্রবর্তী বলেন, "কারও হিম্মত হবে না এরাজ্যের মানুষকে স্পর্শ করার । মানুষ বামেদের NRC বিরোধী আন্দোলনকে অভিনন্দন জানাবে । মমতা বন্দ্যোপাধ্যায় অতীতের ভুল যেন আর না করেন । অতীতে তিনি BJP-কে এই রাজ্যে এনেছেন । অনুপ্রবেশ, অনুপ্রবেশ করে বাংলার বদনাম করেছেন মুখ্যমন্ত্রী । সেই সুযোগ এখন BJP নিচ্ছে । তারাও নাগরিকপঞ্জির নাম করে দেশের বৈধ নাগরিকদের বিদেশি করার চক্রান্ত করছে ।"
সুজন চক্রবর্তী আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে সারা দেশ এখন জ্বলছে । কাশ্মীরের পর জ্বলছে উত্তর-পূর্ব ভারত । নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকার বিভাজনের রাজনীতি করছে । যাদের রেশন কার্ড রয়েছে, যারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদেরও নতুন করে প্রমাণ করতে হবে এদেশের নাগরিক কি না । ধর্মের ভিত্তিতে দেশভাগ করার এই চক্রান্ত নস্যাৎ করবে বামেরা । ধর্মভিত্তিক বিভাজনের পরিপ্রেক্ষিতে নাগরিকত্ব মেনে নেব না ।"