পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এসপ্লানেডে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের - attempted suicide at esplanade metro station

আত্মহত্যার চেষ্টা এসপ্লানেড মেট্রো স্টেশনে ৷ আপাতত সংশ্লিষ্ট স্টেশনে উদ্ধারের কাজ চলছে ৷ পাওয়ার ব্লকের জেরে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে ৷

এসপ্লানেডে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা
এসপ্লানেডে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা

By

Published : Nov 3, 2020, 1:31 PM IST

Updated : Nov 3, 2020, 2:08 PM IST

কলকাতা, 3 নভেম্বর : মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা ৷ আজ দুপুর 12 টা 13 নাগাদ এসপ্লানেড মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর 22-র এক যুবক ৷ পাওয়ার ব্লক করে উদ্ধারের জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ ছিল ৷ তবে সেই সময়টুকু ময়দান থেকে কবি সুভাষ ও সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল করেছে ৷ এখন রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷

জখম ওই যুবকের নাম সন্দীপ কর্মকার। হুগলির চণ্ডীতলার বাসিন্দা ৷ বর্তমানে SSKM হাসপাতালে চিকিৎসাধীন ৷ জানা গেছে, ওই যুবকের শরীরে একাধিক স্থানে ক্ষত হয়েছে, তবে গুরুতর জখম নয় ৷

মেট্রো রেল সূত্রে খবর, এসপ্লানেড মেট্রো স্টেশনে আপ লাইনে একটি ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছিল ৷ ঠিক সেই সময়েই ওই যুবক চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ৷ মোটর ম্যান তৎপরতার সঙ্গে ব্রেক কষেন ৷ মেট্রো থেমে যায় ৷ তারপর পাওয়ার ব্লক করে উদ্ধার করা হয় যুবককে ৷ 12.45 নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷

লকডাউনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল ৷ আনলক ফেজে তা শুরুর একমাস কাটতে না কাটতেই মেট্রোতে আত্মহত্যার চেষ্টার ঘটনা ৷ 11 অক্টোবরে বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে বছর চব্বিশের এক যুবতি ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে ৷

Last Updated : Nov 3, 2020, 2:08 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details