পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suicide at Kolkata Metro : সাতসকালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা, প্রায় ঘণ্টাখানেক পরিষেবা ব্যাহত

ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যা (Suicide at Kolkata Metro) ৷ এসপ্লানেড মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন (Suicide at Esplanade Metro Station) এক ব্যক্তি ৷ এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক মেট্রোর পরিষেবা বন্ধ ছিল ৷

Suicide at Esplanade Metro Station
Suicide at Esplanade Metro Station

By

Published : Jan 14, 2022, 12:39 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : সাতসকালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা এক ব্যক্তির (Suicide at Kolkata Metro) ৷ এসপ্লানেড মেট্রো স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন ওই ব্যক্তি ৷ শুক্রবার সকাল 7টা 45 মিনিটে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি ৷ এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক কবি সুভাষগামী ডাউন লাইনে পরিষেবা বন্ধ ছিল (Suicide at Esplanade Metro Station) ৷

রোজকার মতো স্বাভাবিক ছন্দে চলছিল কলকাতা মেট্রো ৷ আর তারই মাঝে ছন্দপতন (Metro Service Interrupted in Kolkata) ৷ সাতসকালে এসপ্লানেড মেট্রো স্টেশনের ডাউন লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি ৷ সকাল 7টা 45 মিনিটে এই ঘটনাটি ঘটে ৷ যার জেরে সকাল সকাল সমস্যার সম্মুখীন হন অফিসযাত্রীরা ৷ কবি সুভাষগামী মেট্রোর রেকের প্রথম কয়েকটি বগি স্টেশনে ঢোকার পরেই ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি ৷

আরও পড়ুন : Metro Service Interrupted : গিরিশ পার্কে রেকে যান্ত্রিক ত্রুটি, ব্যাহত মেট্রো রেল পরিষেবা

খবর পেয়ে এসপ্লানেড ও নিউমার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ প্রায় আধ ঘণ্টারও বেশি সময় পর দেহ উদ্ধার করা হলে পরিষেবা স্বাভাবিক হয় ৷ পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে ৷ প্রাথমিকভাবে ওই ব্যক্তির বয়স বছর 40 বলে অনুমান পুলিশের ৷

ABOUT THE AUTHOR

...view details