কলকাতা, 7 ডিসেম্বর : সারদা কাণ্ডের প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন চলতি মাসের 1 তারিখে জেলে বসেই একটি চিঠি লিখেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে তিনি আঙুল তুলেছেন রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে । বিভিন্ন সময় সেই নেতারা নাকি সুদীপ্তর থেকে বিশাল অঙ্কের টাকা নিয়েছেন ।
ইটিভি ভারতের কাছে এল সুদীপ্তর লেখা চিঠির কপি । কী লেখা সেখানে ? কাকে কত টাকা দিয়েছিলেন তা পরিষ্কার করে লিখে দিয়েছেন সুদীপ্ত । অধীর রঞ্জন চৌধুরিকে 6 কোটি টাকা, সুজন চক্রবর্তীকে 9 কোটি টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি ।
মুকুল রায়কেও নাকি দিয়েছিলেন এক বিশাল অঙ্কের টাকা, তবে টাকার সঠিক অঙ্কটা মনে করে লিখতে পারেননি সুদীপ্ত । শুভেন্দু অধিকারীকে 6 কোটি টাকা এবং বিমান বসুকে 2 কোটি টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি ।