পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কী লেখা ছিল সুদীপ্তর সেই চিঠিতে ?

সুদীপ্ত সেনের চিঠি নিয়ে এখন তোলপাড় চলছে রাজ্য-রাজনীতিতে । রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা নাকি তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন । এই বিস্ফোরক দাবি করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠিটি লিখেছেন সারদা কাণ্ডের মূল অভিযুক্ত । কী লেখা রয়েছে সেই চিঠিতে ? ইটিভি ভারতের কাছে এল চিঠির কপি । যদিও চিঠিটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

Sudipta Sen accused powerful leaders
Sudipta Sen accused powerful leaders

By

Published : Dec 7, 2020, 11:13 AM IST

Updated : Dec 7, 2020, 11:47 AM IST

কলকাতা, 7 ডিসেম্বর : সারদা কাণ্ডের প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন চলতি মাসের 1 তারিখে জেলে বসেই একটি চিঠি লিখেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে তিনি আঙুল তুলেছেন রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে । বিভিন্ন সময় সেই নেতারা নাকি সুদীপ্তর থেকে বিশাল অঙ্কের টাকা নিয়েছেন ।

ইটিভি ভারতের কাছে এল সুদীপ্তর লেখা চিঠির কপি । কী লেখা সেখানে ? কাকে কত টাকা দিয়েছিলেন তা পরিষ্কার করে লিখে দিয়েছেন সুদীপ্ত । অধীর রঞ্জন চৌধুরিকে 6 কোটি টাকা, সুজন চক্রবর্তীকে 9 কোটি টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি ।

1..

মুকুল রায়কেও নাকি দিয়েছিলেন এক বিশাল অঙ্কের টাকা, তবে টাকার সঠিক অঙ্কটা মনে করে লিখতে পারেননি সুদীপ্ত । শুভেন্দু অধিকারীকে 6 কোটি টাকা এবং বিমান বসুকে 2 কোটি টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি ।

শুধুমাত্র মুকুল রায়কে দেওয়া টাকার পরিমাণটাই কেন ভুলে গেলেন সুদীপ্ত ? খটকা লাগছে অনেকের ।

2..

এই পুরো বিষয়টি নিয়ে সিবিআই ও রাজ্য পুলিশকে সরেজমিনে তদন্ত করার আবেদন জানিয়েছেন সুদীপ্ত সেন । যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত পদক্ষেপ নেবে পুলিশ, আশা করছেন সারদা কাণ্ডের মূল অভিযুক্ত ।

3..

বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সুদীপ্ত । সূত্রের খবর, এডিজি(কারা)-র দপ্তরে এই চিঠি জমা পড়েছে । তাহলে কীভাবে তা বেসরকারি সংস্থা প্রশান্ত কিশোরের হাতে চলে গেল? প্রশ্ন বিরোধীদের । এই সবই শাসকদলের চক্রান্ত বলে মনে করছে বিরোধীরা । তবে এই নিয়ে কোনও মন্তব্য করেনি কারা কর্তৃপক্ষ ।

Last Updated : Dec 7, 2020, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details