কলকাতা, 6 এপ্রিল : ব্রিগেডে সম্প্রতি সভা করেছেন নরেন্দ্র মোদি। সেই সভায় মোদির ভাষণ নিয়ে এবার তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ব্রিগেডে মোদি তো কিছুই বললেন না। শুধু দিদি...দিদিই করে গেলেন। উনি এত কম ভাষণ দিয়েছেন দেখে অবাক হচ্ছি।" গতকাল কলেজ স্ট্রিট এলাকায় প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
মোদি শুধু "দিদি-দিদিই" করলেন, মমতার লক্ষ্য প্রধানমন্ত্রী হওয়া : সুদীপ - brigade
কলেজ স্ট্রিটে প্রচারে বেরিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ব্রিগেডে মোদি শুধু "দিদি...দিদিই" করে গেলেন, আর তো কিছুই বললেন না।
ব্রিগেডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের স্পিডব্রেকার বলে কটাক্ষ করেন মোদি। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সুদীপ বলেন, "উনি এসব গা ঝেড়ে ফেলে দিয়েছেন। আর বলে দিয়েছেন মোদির এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে। মমতার লক্ষ্য এখন ৪২-এ ৪২, আর দেশের প্রধানমন্ত্রী হওয়া। তাই, এইসব বিষয় ওঁর তো মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই।"
লোকসভা নির্বাচন আসন্ন। তাই, জোরকদমে প্রচার শুরু করেছেন উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থীরা। সকালে বাগবাজারে প্রচার তো বিকেলে কলেজ স্ট্রিট। যেমন গতকাল সন্ধ্যায় শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটের পাশ দিয়ে হুড খোলা জিপে চড়ে ভোট প্রচার সারলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক স্মিতা বক্সী।