পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SUCI Rally: এসইউসিআই-এর আইন অমান্য মিছিল ঘিরে রণক্ষেত্র ধর্মতলা

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আচার্য পদে বসানো, শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসানোর বিরুদ্ধে বুধবার এসইউসিআই আইন অমান্য মিছিল (SUCI Rally)করে ৷ প্রথম থেকে মিছিল শান্তিপূর্ণভাবে এলেও নিউমার্কেট থানার সামনে পৌঁছতেই ধুন্ধুমার শুরু হয়ে যায় ।

SUCI Rally
SUCI Rally

By

Published : Jun 29, 2022, 6:17 PM IST

কলকাতা, 29 জুন: এসইউসিআই আইন অমান্য মিছিল (SUCI Rally) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এসএন ব্যানার্জি রোড। দফায় দফায় লাঠিচার্জ ও পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে চলে ধস্তাধস্তি। পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন কর্মীরা ৷ এর পাশাপাশি মহিলা কর্মীকে রক্তাক্ত হতে দেখা গিয়েছে ।

আহত অবস্থাতেই 25-30 জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। 150 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে এসইউসিআই। কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, রাজ্য কমিটির সদস্য অশোক দাস, নারায়ণ অধিকারী, জৈমিনি বর্মন, সুজিত ঘোষ-সহ মোট 79 জন গ্রেফতার হন ৷ যাঁদের মধ্যে রয়েছেন 28 জন মহিলাকর্মী ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আচার্য পদে বসানো, শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসানোর বিরুদ্ধে বুধবার এসইউসিআই এই আইন অমান্য মিছিল করে ৷ প্রথম থেকে মিছিল শান্তিপূর্ণভাবে হলেও নিউমার্কেট থানার সামনে পৌঁছতেই ধুন্ধুমার শুরু হয়ে যায় । পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে, লাঠিচার্জ শুরু করে কলকাতা পুলিশ । প্রথমেই শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় ৷ এর পর বাকি কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে গ্রেফতার করা হয় (SUCI Rally stopped by Kolkata police in Esplanade)।

এসইউসিআইয়ের আইন অমান্য মিছিল

শুধু দু’টি ইস্যু নয়, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এসইউসিআই-এর ৷ সেই সমস্ত ইস্যুতেও এদিন তাদের কর্মী-সমর্থকরা সরব হন ৷ সেই তালিকায় বাংলায় নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতন, স্বজনপোষণের মতো ইস্যু রয়েছে ৷ অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি-2020, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি, ‘ঠিকা সেনা’ নিয়োগের অগ্নিপথ-সহ একাধিক ইস্যু নিয়ে তাঁরা এসইউসিআই-এর তরফে সরব হয় ৷

এসইউসিআই-এর আইন অমান্য মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলায়

আরও পড়ুন:চন্দননগরের 17 নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়

রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শান্তিপূর্ণ আন্দোলনের উপর নৃশংস পুলিশী আক্রমণের তীব্র নিন্দা করেছেন ৷ এর প্রতিবাদে আগামী 1-7 জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details