কলকাতা, 29 জুন: এসইউসিআই আইন অমান্য মিছিল (SUCI Rally) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এসএন ব্যানার্জি রোড। দফায় দফায় লাঠিচার্জ ও পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে চলে ধস্তাধস্তি। পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন কর্মীরা ৷ এর পাশাপাশি মহিলা কর্মীকে রক্তাক্ত হতে দেখা গিয়েছে ।
আহত অবস্থাতেই 25-30 জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। 150 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে এসইউসিআই। কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, রাজ্য কমিটির সদস্য অশোক দাস, নারায়ণ অধিকারী, জৈমিনি বর্মন, সুজিত ঘোষ-সহ মোট 79 জন গ্রেফতার হন ৷ যাঁদের মধ্যে রয়েছেন 28 জন মহিলাকর্মী ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আচার্য পদে বসানো, শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে বসানোর বিরুদ্ধে বুধবার এসইউসিআই এই আইন অমান্য মিছিল করে ৷ প্রথম থেকে মিছিল শান্তিপূর্ণভাবে হলেও নিউমার্কেট থানার সামনে পৌঁছতেই ধুন্ধুমার শুরু হয়ে যায় । পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে, লাঠিচার্জ শুরু করে কলকাতা পুলিশ । প্রথমেই শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় ৷ এর পর বাকি কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে গ্রেফতার করা হয় (SUCI Rally stopped by Kolkata police in Esplanade)।