পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বক্সির ফোনে ক্ষোভের বরফ গলল গৌতম দেবের

দলবদলের জল্পনা উড়িয়ে দেন গৌতম দেব । তিনি বলেন, দল একটা যুদ্ধে নেমেছে। সেই যুদ্ধে জিততে হবে ।

Subrata Bakshi called Goutam Dev to solve problem
বক্সির ফোনে ক্ষোভের বরফ গলল গৌতম দেবের

By

Published : Jan 16, 2021, 1:59 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : শুক্রবার সন্ধ্যাতেই ‘বেসুরো’ শতাব্দী রায়ের ক্ষোভ প্রশমন করতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ এবার রাগ পড়ল আরও এক হেভিওয়েট তৃণমূল নেতার৷ তিনি গৌতম দেব৷ রাজ্যের মন্ত্রী তথা উত্তরবঙ্গে দলের গুরুত্বপূর্ণ নেতা৷ রাজ্যস্তরে তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুব্রত বক্সি তাঁকে ফোন করেছিলেন৷ তার পর ক্ষোভের বরফ গলল গৌতম দেবের। ইটিভি ভারতকে গৌতম দেব বলেন, "দল ও সরকারের অভ্যন্তরীণ বিষয় প্রেসকে বলা উচিত হয়নি। দল একটা যুদ্ধে নেমেছে। সেই যুদ্ধে জিততে হবে।"

এখানে উল্লেখ করা প্রয়োজন যে বেসুরো মন্তব্য করে দলের মধ্যে অস্বস্তি তৈরি করেছিলেন পর্যটন মন্ত্রী তথা উত্তরবঙ্গের প্রভাবশালী তৃণমূল নেতা গৌতম দেব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উন্নয়নের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এরপর গৌতম দেবকে কেন্দ্র করেও দলবদলের জল্পনা তৈরি হয়। ড্যামেজ কন্ট্রোল করতে গৌতম দেবকে ফোন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ফোনের পর বরফ গলে ক্ষোভের।

বক্সির ফোনে ক্ষোভের বরফ গলল গৌতম দেবের

ইটিভি ভারতকে গৌতম দেব বলেন, "আমার সঙ্গে কারও কিছু কিছু হয়নি। আমার কিছু কথা বলার ছিল। সরকার বা দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রেসের কাছে আমার বলা উচিত হয়নি। আউট অফ ইমোশন বা যে কোনও কারণে বলেছি। বক্সিদা আমার দাদার মতো। বক্সিদা ফোন করেছিলেন। কথা হয়েছে।"

আরও পড়ুন :চালক অভিষেক, ব্রেক কষলেন কুণাল, বেলাইন হলেন না শতাব্দী

দলবদলের জল্পনা উড়িয়ে গৌতম দেবের বক্তব্য, "যেগুলো চলছে, এগুলোর সঙ্গে আমার মিল নেই৷ আমি এটা বোঝাতে পারব না আপনাদের। একটা ঘরোয়া মতো মিটিংয়ে বলেছিলাম। প্রেসও ছিল না। কিন্তু ওরা খবরটা নিয়েছে। সেরকম কিছু না যে এটাকে নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করতে হবে। এখন দল একটা যুদ্ধে নেমেছে। সেই যুদ্ধে আমিও আছি। এই যুদ্ধে জিততে হবে। এর মধ্যে অন্য কোনও বিষয় নেই।"

ABOUT THE AUTHOR

...view details