পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় মৃত্যু কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের - corona in kolkata

কোরোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগরপাল ৷

sub-inspector-of-kolkata-police-died-of-corona
কোরোনায় মৃত্যু কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের

By

Published : Oct 22, 2020, 7:49 AM IST

Updated : Oct 22, 2020, 8:00 AM IST

কলকাতা, 22 অক্টোবর : দুর্গাপুজোর শুরুতেই কোরোনায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ৷ নাম হারাধন দাস ৷ গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ তিনি সার্ভে পার্ক থানায় কর্তব্যরত ছিলেন ৷

কয়েকদিন আগে অসুস্থ বোধ করেন ওই সাব ইন্সপেক্টর ৷ জ্বর আসায় সোয়াবের নমুনা পরীক্ষা করান ৷ রিপোর্ট পজ়িটিভ আসে ৷ চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভরতি হন ৷ চিকিৎসকরা জানিয়েছে, হারাধনবাবুর শরীরে কোমর্বিডিটি ছিল ৷ সম্প্রতি প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় ৷ গতকাল তিনি মারা যান ৷

হারাধনবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ লালবাজার ৷ শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা ৷ রাজ্যে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের মধ্যে পুলিশের একটা বড় অংশ কোরোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে অনেকের ৷ এখনও পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে 16 জনের ৷ সেই তালিকায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, রয়েছেন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার ৷

Last Updated : Oct 22, 2020, 8:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details