পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

WB Assembly Session: 'ডোন্ট টাচ মাই বডি' বনাম 'পিসি-ভাইপো চোর', বিধানসভায় গিয়ে দেখল পড়ুয়ারা - বিধানসভায় পড়ুয়ারা

বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশন (WB Assembly Session) দেখতে গিয়েছিল দক্ষিণ 24 পরগনার তিনটি স্কুলের পড়ুয়ারা । কী অভিজ্ঞতা হল তাদের (Students in WB Assembly)?

ETV Bharat
students in WB Assembly

By

Published : Sep 15, 2022, 8:36 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: তারা বয়সে এখনও অনেক ছোট ৷ ভোটাধিকারও পায়নি ৷ প্রত্যেকেই তারা স্কুল পড়ুয়া ৷ বৃহস্পতিবার তারাই সাক্ষী থাকল নতুন অভিজ্ঞতার ৷ বিধানসভায় গিয়ে অধিবেশন কক্ষে তারা দেখল শাসক-বিরোধী তরজা, যুক্তি-পালটা যুক্তি, স্লোগান ও পালটা স্লোগানের লড়াই ৷ এমনকি ব্যানার যুদ্ধও (TMC and BJP debate during Assembly session) ৷

কেমনভাবে চলে বিধানসভা, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ আইনসভায় কী হয়, তা জানতে ও দেখতে এদিন রাজ্য বিধানসভায় অধিবেশন (WB Assembly Session) চলাকালীন হাজির হয়েছিল স্কুল পড়ুয়ারা (Students in WB Assembly) ৷

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এসেছিল দক্ষিণ 24 পরগনার তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীরা । ভগবানচন্দ্র হাইস্কুল, গোবিন্দপুর জ্ঞনদা দেবী গার্লস হাইস্কুল এবং টিএস সনাতন হাইস্কুলের পড়ুয়ারা এদিন বিধানসভার অধিবেশন দেখতে কলকাতায় আসে ৷ আইনসভার আসল চেহরা কী, কী হয় বিধানসভায়, কেমন করে কাজ করেন বিধায়করা, তা জানতে ও দেখতেই এসেছিল তারা ৷ বিদ্যালয়ের চৌহদ্দিতে শেখা মক পার্লামেন্টের বাস্তব চেহারা কী ? তা দেখতেই তাদের আসা (students visit Assembly during ongoing session)।

বিধানসভা অধিবেশনে পড়ুয়ারা

আরও পড়ুন: 4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছবে বাংলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন আয়েশা, তাবাসসুমরা বিধানসভায় এসে যা দেখল তা তাদের মনে থাকবে বহুদিন । শাসক ও বিরোধী শিবিরের এভাবে একে অপরের বিরুদ্ধে লড়াই এবং আক্রমণ দেখে রীতিমতো অবাক তারা । রাহুল সিনহা-শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে 'ডোন্ট টাচ মাই বডি' লেখা পোস্টার নিয়ে একদিকে চিৎকার করছে তৃণমূল । অন্যদিকে বিজেপি স্লোগান দিচ্ছে, 'পিসি চোর, ভাইপো চোর ৷ তৃণমূলের সবাই চোর ।'

এসব দেখে এদিন রীতিমতো চোখ কপালে ওঠে পড়ুয়াদের ৷ তারা ভাবতে পারেনি বিধানসভার বাস্তব চেহারা এরকম হবে ৷ কুমারজিৎ মণ্ডল নামে এক পড়ুয়ার প্রশ্ন, "বিধানসভার ভিতরে কি রোজ দিন এমন ঝগড়া হয় ? এদের একদল বলছিল পিসি চোর, ভাইপো চোর আর একদল বলছিল ডোন্ট টাচ মাই বডি । কিন্তু কেন এসব বলছে সেটাই বুঝলাম না ।"

অবশ্য তাদের বোঝার কথাও নয় এখন এসব । স্কুলের নির্মল জীবনে রাজনীতির মতো কঠিন মারপ্যাচ তাদের মাথায় আসার কথা নয় । তাই বিধানসভায় এসে আনন্দিত হলেও, অবাকও হয়েছে পড়ুয়ারা ৷ অনেকের মনে হয়েছে একে অপরের বিরুদ্ধে যুক্তি দিয়ে কথা বলেছেন শাসক ও বিরোধীপক্ষের বিধায়করা ৷ আবার অনেকেই সবটা দেখেছে মজা করে । দিনের শেষে পড়ুয়ারা যখন বিধানসভা থেকে বাড়ি ফিরছে তখন তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ক'জন বিধায়ক হতে চায় । দুঃখের বিষয় সেই সংখ্যাটা নিতান্তই কম । মাত্র একজন জানাল সে মানুষের জন্য কাজ করতে চায় ৷ আগামীতে সেই সুযোগ পেলে সে অবশ্যই কাজ করবে ৷

ABOUT THE AUTHOR

...view details