পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

R G Kar Medical College : জুনিয়র ডাক্তারদের পরিষেবার বিষয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে, হলফনামা আন্দোলনকারীদের - কলকাতা

আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College and Hospital) চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার তথ্য মিথ্যা ৷ কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আইনজীবী গার্গী গোস্বামী ৷

RG Kar Junior Doctor
জুনিয়র ডাক্তারদের পরিষেবার বিষয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে, হলফনামা আন্দোলনকারীদের

By

Published : Nov 17, 2021, 8:59 AM IST

কলকাতা, 17 নভেম্বর : আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে হবু ডাক্তারদের আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত করা হচ্ছে বলে মিথ্যা প্রচার করা হচ্ছে ৷ কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা । তারপরই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এক নির্দেশে মামলাকারীকে জানাতে বলেছেন ওই হাসপাতালে আন্দোলনের ফলে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে বা হবু ডাক্তাররা কাজে ফাঁকি দিয়ে আন্দোলন করছে ৷ এই বক্তব্যের সপক্ষে তথ্য প্রমাণ হলফনামা আকারে দিয়ে জানাতে । আগামী 29 নভেম্বর তাঁকে হলফনামা দিয়ে জানাতে হবে বক্তব্য ।

প্রধান বিচারপতি গতকাল আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছিলেন ৷ যদি প্রমাণিত হয় তাঁরা চিকিৎসা পরিষেবা ব্যাহত করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাহলে আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে । ছাত্রছাত্রীদের হলফনামা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল । সেই মতোই তাঁরা তাঁদের বক্তব্য জানান ।

জুনিয়র ডাক্তারদের পরিষেবার বিষয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে, হলফনামা আন্দোলনকারীদের

আরও পড়ুন: আর জি করের আন্দোলনে নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের

আরজিকর মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলন বন্ধ করতে 29 অক্টোবর স্বাস্থ্যসচিবের সঙ্গে ছাত্রছাত্রীদেরকে দেখা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । ছাত্রছাত্রীদের 6 জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যসচিবের সঙ্গে গিয়ে দেখা করে তাঁদের দাবি দাওয়া জানানোর নির্দেশ দিয়েছিল । সেইমতো ছাত্রছাত্রীরা দেখাও করেন ৷ কিন্তু হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে আদালতে ফের অভিযোগ জানান মামলাকারী ।

ছাত্রছাত্রীদের তরফে আইনজীবী গার্গী গোস্বামী বলেন, "বিচারপতি দেবাংশু বসাক যে নির্দেশ দিয়েছিলেন তা হল, কোনওভাবেই যেন স্বাস্থ্য পরিষেবা বন্ধ না হয় ৷ আমরা সেই নির্দেশ সম্পূর্ণভাবেই পালন করেছি । সেটা আজ আদালতে আমরা জানিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details