কলকাতা, 14 জুলাই: করোনার জেরে দীর্ঘ দু'বছর স্কুল বন্ধ ছিল ৷ তারপর গরমের জন্যও প্রায় দু'মাস ছুটি দিতে হয়েছে পড়ুয়াদের। এই টানা ছুটির জেরে বিপাকে পড়েছে পড়ুয়ারা। অনেকেই পিছিয়ে পড়েছে বেশ খানিকটা ৷ পড়ুয়াদের পরিস্থিতি ঠিক কতটা খারাপ তা বোঝা গিয়েছে সাম্প্রতিক পরীক্ষা থেকেই (Long holidays affecting school education)। শিক্ষকরা জানাচ্ছেন বহু পড়ুয়ার খাতায় এমন সব উত্তর দেখা গিয়েছে যা প্রশ্নের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয় ৷ কয়েক ধাপ এগিয়ে কেউ বা সাদা খাতা জমা দিয়েছে । বেশ কিছু পড়ুয়া নিজের নামটুকুও ঠিক করে লিখতেই পারছে না। এসব দেখে রীতিমত আতঙ্কিত শিক্ষকমহল।
কলকাতার পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয়ো পাঞ্জা জানিয়েছেন, "বহু পড়ুয়াই অনেকটা পিছিয়ে গিয়েছে। আমরা এখন তাদের নিয়েই উদ্বিগ্ন। বেশ কিছু রেমিডিয়াল ক্লাস দিয়ে পড়ুয়াদের সাহায্য করার সিদ্বান্ত হয়েছে। নিয়মিত ক্লাস ছাড়া এই বাড়তি ক্লাস তাদের সাহায্য করবে বলে আমরা মনে করি। বাড়িতেও যাতে তাদের প্রতি বাড়তি নজর দেওয়া হয় তার জন্য কথা বলা হবে অভিভাবকদের সঙ্গেও"।