পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পূর্ব নির্ধারিত দিনেই শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, জানালেন উপাচার্য - ছাত্র বিক্ষোভ

বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তা অবরোধ করে ডিসেম্বর মাসের তৃতীয় সিমেস্টারের পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজের পড়ুয়ারা ৷ উপাচার্য জানিয়ে দেন কোনো পরিস্থিতিতেই পরীক্ষা পিছিয়ে দেওয়া যাবে না ৷

ছাত্র বিক্ষোভ

By

Published : Nov 14, 2019, 11:04 PM IST

Updated : Nov 14, 2019, 11:49 PM IST

কলকাতা, 14 নভেম্বর: পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না বলে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে নির্ধারিত দিনে পরীক্ষা শুরু হলেও বিক্ষোভকারী পড়ুয়াদের আবেদন মেনে পরীক্ষার মাঝে ছুটি দেওয়া হবে ৷ সেই আবেদন মেনে পরীক্ষার নির্ঘন্ট তৈরি করা হয়েছে । প্রতিটি পরীক্ষার মাঝে 1-2 দিন করে ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তা অবরোধ করে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ ডিসেম্বর মাসের তৃতীয় সিমেস্টার পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন পড়ুয়ারা । আজ সকাল থেকেও বিশ্ববিদ্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রায় 250 জন পড়ুয়া । তাঁদের অভিযোগ, CBCS-এর কারণে যে সিমেস্টার সিস্টেম চালু হয়েছে, তার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই কলেজগুলিতে ৷ সাড়ে 3 মাস ক্লাস করিয়ে 6 মাসের সিমেস্টার শেষ করে দেওয়া হচ্ছে 4 মাসেই ৷ প্রস্তুতির জন্য পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়ায় তৃতীয় সিমেস্টারের পরীক্ষার্থীরা চিন্তিত ৷ তাই জানুয়ারিতে পরীক্ষার দাবিতে, আজ দুপুর পৌনে তিনটে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখান পডু়য়াদের একাংশ ৷

অবরোধ চলাকালীন নিজেদের দাবি নিয়ে উপাচার্যর সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদল দেখা করে আলোচনা করলেও বাইরে চলতে থাকে বিক্ষোভ। উপাচার্য বলেন, "এরকমভাবে কোনও পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া যায় না। কারণ, প্রথম ও তৃতীয় সিমেস্টারের পরীক্ষা একসঙ্গে হয়। দ্বিতীয় ও চতুর্থ সিমেস্টারের পরীক্ষা একসঙ্গে হয়। সর্বভারতীয় ক্ষেত্রে কেউ যদি স্নাতকের পরে স্নাতকোত্তর পড়তে চায় তাহলে সেই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা যায় না।" নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী, 12 ডিসেম্বর থেকে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসে ৷ তবে ছাত্রদের দাবি মেনে পরীক্ষার দিনগুলির মাঝে এক থেকে দুদিন করে ছুটি দেওয়া হবে পরীক্ষার্থীদের ৷

Last Updated : Nov 14, 2019, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details