কলকাতা, 4 এপ্রিল:ক্রমশ খরচ সাপেক্ষ হয়ে উঠছে চিকিৎসা পরিষেবা ৷ যা সাধরণ মানুষের পক্ষে ব্যয় সাপেক্ষ ৷ তাই জনসাধরণের কথা মাথায় রেখেই এবার ন্যায্য মূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম ৷ 70 বছেরের পুরনো সংগঠন নামমাত্র খরচে জনসাধরণকে চিকিৎসা পরিষেবা দেবে ৷ আগামী 7 এপ্রিল থেকে চালু হবে ইনডোর পরিষেবা (Low Cost Treatment Service ) ৷
জানা গিয়েছে জনগণের স্বার্থে ইতিমধ্যেই আউটডোর পরিষেবা চালু হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ইনডোর পরিষেবা ৷ বেসরকারি হাসপাতালের থেকে অনেকটাই কম খরচে মিলবে এই সংগঠনের পরিষেবা ৷ বেড ভাড়া থেকে অস্ত্রপচার সমস্ততাই পাওয়া যাবে ন্যায্য মূল্যে ৷ প্রতিদিন নন এসি বেড ভাড়া ৭৫০ টাকা। এসি বেড ভাড়া ১৫০০ টাকা । জরুরি বিভাগে ছোট ধরনের চিকিৎসা ও ওযুধ মিলবে ৫০০ টাকায় ৷ সাধারণ চিকিৎসকের ফি ৪০০ টাকা । বিশেষ চিকিৎসকের ৬০০ টাকা ও সুপারস্পেশালিটি চিকিৎসকের ৮০০ টাকা ফি । অক্সিজেন প্রতি ঘন্টায় মাত্র ৬০ টাকা। গ্লুকো মিটার প্রতি ঘন্টা ৬০ টাকা ও নেবুলাইজার প্রতি ঘন্টা ১০০ টাকা ভাড়া দিতে হবে।