পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Low Cost Treatment Service : ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম - Student Health Home

জনসাধারণকে ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা দিতে নতুন পথে হাঁটতে শুরু করল ৭০ বছরের পুরনো প্রতিষ্ঠান স্টুডেন্ট হেলথ হোম। ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম ৷ নাম মাত্র খরচে চিকিৎসা করাতে পারবেন সাধরণ মানুষ (Low Cost Treatment Service ) ৷

Low Cost Treatment Service
ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম

By

Published : Apr 4, 2022, 11:04 PM IST

Updated : Apr 6, 2022, 3:23 PM IST

কলকাতা, 4 এপ্রিল:ক্রমশ খরচ সাপেক্ষ হয়ে উঠছে চিকিৎসা পরিষেবা ৷ যা সাধরণ মানুষের পক্ষে ব্যয় সাপেক্ষ ৷ তাই জনসাধরণের কথা মাথায় রেখেই এবার ন্যায্য মূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম ৷ 70 বছেরের পুরনো সংগঠন নামমাত্র খরচে জনসাধরণকে চিকিৎসা পরিষেবা দেবে ৷ আগামী 7 এপ্রিল থেকে চালু হবে ইনডোর পরিষেবা (Low Cost Treatment Service ) ৷

জানা গিয়েছে জনগণের স্বার্থে ইতিমধ্যেই আউটডোর পরিষেবা চালু হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ইনডোর পরিষেবা ৷ বেসরকারি হাসপাতালের থেকে অনেকটাই কম খরচে মিলবে এই সংগঠনের পরিষেবা ৷ বেড ভাড়া থেকে অস্ত্রপচার সমস্ততাই পাওয়া যাবে ন্যায্য মূল্যে ৷ প্রতিদিন নন এসি বেড ভাড়া ৭৫০ টাকা। এসি বেড ভাড়া ১৫০০ টাকা । জরুরি বিভাগে ছোট ধরনের চিকিৎসা ও ওযুধ মিলবে ৫০০ টাকায় ৷ সাধারণ চিকিৎসকের ফি ৪০০ টাকা । বিশেষ চিকিৎসকের ৬০০ টাকা ও সুপারস্পেশালিটি চিকিৎসকের ৮০০ টাকা ফি । অক্সিজেন প্রতি ঘন্টায় মাত্র ৬০ টাকা। গ্লুকো মিটার প্রতি ঘন্টা ৬০ টাকা ও নেবুলাইজার প্রতি ঘন্টা ১০০ টাকা ভাড়া দিতে হবে।

ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম

আরও পড়ুন :Swastha Sathi Scam At Katwa: চিকিৎসা না-করিয়েই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ, আটক 1

সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক পবিত্র গোস্বামী জানান, বর্তমান বিরাট পরিকাঠামো না থাকলেও উন্নতমানের পরিষেবা দেওয়া হবে ৷ রোগীর পরিবারের উপর অতিরিক্ত ব্যায় চাপানো হবে না ৷ পরীক্ষা-নীরিক্ষার খরচ হবে স্বল্প ৷ অর্ধেক টাকায় রোগ নির্ণয়ের সুযোগ পাবেন রোগীর পরিবার । বর্তমানে ১৫টি পুরুষ ও ১৫টি মহিলা বেড থাকবে । এছাড়াও তৈরি হচ্ছে ৫ বেডের আইসিসিইউ । তিনটি উন্নতমানের অপারেশন থিয়েটার আছে । এখানে আধুনিক যন্ত্র ব্যবহারে দাঁত, চোখের পরীক্ষা চিকিৎসা হয়ে থাকে । আউটডোর পরিষেবা চিকিৎসকদের ফি স্বল্প । সাধারণের চিকিৎসা দিলেও ছাত্রছাত্রীদের চিকিৎসার যে অধিকার তা অক্ষুন্ন থাকছে বলেও তিনি জানান । আগামিদিনে একটি ন্যায্য মূল্যের ডিস্পেন্সারি খোলার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে (Started Low Cost Treatment Service) ।

Last Updated : Apr 6, 2022, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details