কলকাতা, 24 অক্টোবর : স্টুডেন্ট কাউন্সিল নয়, স্টুডেন্ট ইউনিয়ন মডেলেই ভোট হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের বৈঠকে ছাত্র ভোট নিয়ে আলোচনা হয় । যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, পূর্ববর্তী মডেল অর্থাৎ বিগত বছরগুলিতে যে মডেলে ছাত্র ভোট হয়ে এসেছে এবারও সেই মডেলেই ভোট হবে । শেষ ছাত্রপতি যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন মডেলে ভোট হয়েছিল । সেই অনুযায়ী বলা যেতে পারে, যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নয়, স্টুডেন্ট ইউনিয়ন মডেলেই ছাত্র ভোট হতে চলেছে । তবে, এ বছর ছাত্র ভোট করা সম্ভব হবে না বলেই মনে করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
কয়েকদিন আগেই ছাত্র ভোটের দিন ঘোষণা করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 14 অক্টোবর হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র ভোট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও যে তিনটি বিশ্ববিদ্যালয় ছাত্র ভোট করার অনুমতি পেয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে তাঁরা কবে ছাত্র ভোট করবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। অনুমতি পাওয়া এই একক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের একটি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতিনিধি ও বোর্ডের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয়ে বলেন, "17 অক্টোবর সন্ধ্যাবেলা আমরা যে বিজ্ঞপ্তি পেয়েছি তার ভিত্তিতে ছাত্র ভোট করব । সেখানে চারটে একক বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দেওয়া হয়েছে ৷ তারা তাদের মত ছাত্র ভোট করাতে পারবে । সেটা কাউন্সিল ভোট হোক বা ইউনিয়ন ভোট ৷ সেই মোতাবেক আজকে আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের একটি বৈঠক হয় । তাতে আমরা অফিসিয়ালি সরকারের যে বিজ্ঞপ্তি সেটাকে নোট করিয়েছি । এই বৈঠকে ছাত্র প্রতিনিধিরাও ছিল এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা সবাই ছিলেন । ছাত্ররা এটার বিষয়ে আগেই জানত । আমরা ছাত্রদের বলেছি তারা যেন প্রস্তাব দেয় যে কবে নাগাদ ওরা নির্বাচনটা করতে চাই । সুনির্দিষ্ট কোনও দিন ওরা প্রস্তাব করেনি ।"