কলকাতা, 7 এপ্রিল : বন্ধ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক স্কুল পড়ুয়া (Student Dead Body Found) । আজ এই ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার বাবুরাম ঘোষ রোড এলাকায়। জানা গিয়েছে, পড়াশোনায় মেধাবী ছিল এই ছাত্র। কিন্তু ছাত্রটি কেন এমন ঘটনা ঘটাল তা এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ । ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না তা জানার জন্য ইতিমধ্যেই ছাত্রের ব্যবহার করা মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা ।
আজ বেলা 12 টা নাগাদ ছাত্রের ঘর বন্ধ দেখেন পরিবারের সদস্যরা। কিন্তু দীর্ঘক্ষণ ধরে বন্ধ ঘরের ভিতর থেকে গানের শব্দ আসছিল বলে সেভাবে সন্দেহ হয়নি পরিবারের সদস্যদের। একটি নির্দিষ্ট সময়ের পর পরিবারের সদস্যরা একাধিকবার দরজা ধাক্কাধাক্কি করলেও ছাত্রের কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। এমনকি ছাত্রের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সে ফোন ধরেনি। এরপর সন্দেহ হয় পরিবারের সদস্যদের। স্থানীয় ক্লাবের সদস্যদেরও খবর দেওয়া হয় ৷ ক্লাবের সদস্যরা এবং পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে এই ছাত্র।