প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গঠিত ছাত্র কাউন্সিল, বিজয় মিছিল SFI-র - প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে জয়ী SFI
দীর্ঘ 9 বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটে জয়ী হয়েছে SFI । সেন্ট্রাল প্যানেলের পাঁচটি পদেই SFI-এর জয়ের পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গঠিত হল ছাত্র কাউন্সিল । কাউন্সিল গঠিত হওয়ার পর ক্যাম্পাস থেকে বিজয় মিছিল করেন SFI-এর প্রেসিডেন্সি ইউনিট ও কলকাতা জেলা কমিটির সদস্যরা ।
![প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গঠিত ছাত্র কাউন্সিল, বিজয় মিছিল SFI-র](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5079260-thumbnail-3x2-presi.jpg)
কলকাতা, 16 নভেম্বর : দীর্ঘ 9 বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটে জয়ী হয়েছে SFI । সেন্ট্রাল প্যানেলের পাঁচটি পদেই SFI-এর জয়ের পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গঠিত হল ছাত্র কাউন্সিল । কাউন্সিলের বাকি পদগুলিতে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হলেন প্রার্থীরা । মোট আটটি পদের মধ্যে সাতটি পদে জয়ী হয়েছে SFI প্রার্থী । বাকি একটি পদে জয়ী হয়েছে ইন্ডিপেন্ডেন্ট কনসোলিডেশন (IC) । ছাত্র কাউন্সিল গঠন হওয়ার পরে ক্যাম্পাস থেকে বিজয় মিছিল করেন SFI-এর কলকাতা জেলা কমিটি ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা।