কলকাতা, 11 মে : আবার বিতর্কে জড়ালো আলিয়া বিশ্ববিদ্যালয় ৷ এ বার বিশ্বদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ ছ’মাসের পাঠ্যক্রম দু’মাসে শেষ করিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ পড়ুয়াদের অভিযোগ এতে তাঁরা সমস্যায় পড়বেন ৷ বিষয়টি নিয়ে এ দিন উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস ৷ ক্ষুব্ধ পড়ুয়ারা ডিন, রেজিষ্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে ঘেরাও করেন এবং নিজেদের দাবিপত্র জমা দেন (Student Agitation in Aliah University Over Examination Issue) ৷
টানা প্রায় দু’বছর বন্ধ থাকার পর গত 3 ফেব্রুয়ারি থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম পঠনপাঠন শুরু হয়েছে ৷ তবে, তীব্র গরমে গত 2 মে থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগাম গরমের ছুটি পড়েছে ৷ পড়ুয়াদের অভিযোগ, ছুটি পড়ে যাওয়ায় পাঠ্যক্রম শেষ করা যায়নি ৷ ফলে তাঁরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেননি ৷ এ নিয়ে পড়ুয়াদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিছুটা সময় চাওয়া হয়েছিল ৷ অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সেই আবেদনে কর্ণপাত করেনি ৷
পড়ুয়াদের আরও অভিযোগ, অধিকাংশ বিষয় এখনও পড়ানো হয়নি ৷ ফলে সেখান থেকে প্রশ্ন এলে বিপাকে পড়বেন তাঁরা ৷ এমনকি বহু অধ্যাপক 200-300 পাতার নোটস হোয়াটসঅ্যাপে বা মেল করে পাঠিয়ে দিচ্ছেন ৷ এর ফলে চাপে পড়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ পড়ুয়াদের আশঙ্কা এতে তাঁদের নম্বর কমে যাবে ৷ ফলে ভবিষ্যতে ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে ৷ বিশেষ করে যাঁরা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷