কলকাতা, 19 মে: এখনও উত্তপ্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ও নিউ টাউন ক্যাম্পাস (Student agitation in Aliah University)৷ মঙ্গলবার রাত থেকে অনলাইনে পরীক্ষার দাবিতে শুরু হয়েছে ছাত্রদের আন্দোলন ৷ ইতিমধ্যেই গরম ও শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন দুজন পড়ুয়া । কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রদের ম্যারাথন বৈঠকের পরও জট কাটেনি (demand of online exam)৷
বুধবার দুপুর থেকেই চলে বৈঠক । তবে কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পড়ুয়াদের অভিযোগ, অসুস্থ হয়ে পড়ার পর দুই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুলান্সেরও ব্যবস্থা করা হয়নি (Aliah University agitation)।
অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং সেমিস্টারের পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন । সারাদিন বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ও নিউ টাউন ক্যাম্পাসে আন্দোলন চালান পড়ুয়ারা । কর্তৃপক্ষের তরফে তাঁদের সঙ্গে কেউ কথা বলতে চায়নি বলে অভিযোগ ৷ নিজেদের দাবিতে অনড় পড়ুয়ারা মঙ্গলবার রাতে পার্ক সার্কাস ক্যাম্পাসে উপাচার্য শেখ কামরউদ্দিন, রেজিস্ট্রার ও ডিনকে ঘেরাও করেন ।