কলকাতা, 1 অক্টোবর: শেষ হয়েছে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোটদানের প্রক্রিয়া। এবার অপেক্ষা ফলাফলের। আগামী 3 অক্টোবর অর্থাৎ রবিবার ভবানীপুর,সামশেরগঞ্জ ও জঙ্গিপুর নির্বাচনের ফল ঘোষণা করা হবে। ভবানীপুরের গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। কমিশন সূত্রে খবর, গণনা হবে 21 রাউন্ডে।
3 অক্টোবর সকাল 8টা থেকে শুরু হবে গণনা। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর 2টোর মধ্যে গণনার কাজ শেষ হতে পারে। তবে এই করোনা প্যানডেমিক পরিস্থিতিতে কিছুটা সময় লেগে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। গণনার ক্ষেত্রে যাতে কোথাও কোনওরকম ত্রুটি না থাকে এবং যাতে কোভিড প্রটোকল অক্ষরে অক্ষরে মানা হয়, তা পালনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নিরাপত্তার বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। ইতিমধ্যেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে 24 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তিন শিফ্টে ডিউটি করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।