পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনের প্রস্তুতি CPI-এর - national secretary of the Communist Party of India

আজ থেকে তিন দিনের জাতীয় পরিষদের বৈঠক শুরু হল CPI-এর । আগামী তিন দিনের জাতীয় পরিষদের বৈঠকে BJP বিরোধী লড়াইয়ের রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে জানান CPI-এর সর্বভারতীয় সম্পাদক ডি রাজা ।

Strategy of CPI to create agitation against BJP
BJP-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনের রণকৌশল CPI-এর

By

Published : Feb 2, 2020, 9:38 PM IST


কলকাতা, 2 ফেব্রুয়ারি : আজ থেকে CPI-এর তিন দিনের জাতীয় পরিষদের বৈঠক শুরু হল। বৈঠকের শুরুতেই দলের সর্বভারতীয় সম্পাদক ডি রাজা সহ রাজ্যস্তরের নেতৃত্ব BJP বিরোধী আন্দোলনের কথা বলেন ।

জাতীয় পরিষদের বৈঠকের আগে আজ মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশেএক সভার আয়োজন করে রাজ্য CPI ৷ দেশের বাজেট বিত্তশালীদের কথা মাথায় রেখেই করা হয়েছে বলে জনসভায় বলেন CPI-এর সর্বভারতীয় সম্পাদক ডি রাজা ।

আগামী তিন দিনের জাতীয় পরিষদের বৈঠকে BJP বিরোধী লড়াইয়ের পদ্ধতি এবং রণকৌশল নিয়ে আলোচনা হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডি রাজা বলেন, "দেশ এবং দেশের সংবিধান রক্ষা করতেই বামপন্থীদের উত্থান‌ । মোদি এবং অমিত শাহ দেশ এবং সংবিধান ধ্বংস করতে মরিয়া । NRC কেবল সংখ্যালঘুদের জন্য বিপদ নয়, দেশের সকলের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে NRC, CAA এবং NPR ।"

BJP-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনের রণকৌশল CPI-এর

ABOUT THE AUTHOR

...view details