পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হানের সঙ্গে চিনা সামরিক যোগ, সন্দেহ গোয়েন্দাদের - হান জুনেই

দিন দিনভর হানকে জেরা করেন রাজ্য পুলিশের গোয়েন্দারা । জেরায় জানা গিয়েছে হাওয়ালার সম্পর্কে । সেভাবে মুখ না খুলতে চাইলেও গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, হাওয়ালার টাকার মাধ্যমেই গুরুগ্রামে হান একটি হোটেল কিনেছিল । তদন্তকারীরা জানতে পেরেছেন নেপাল, বাংলাদেশ, ভুটান হয়ে টাকা চিনে হাওলার মাধ্যমে লেনদেন হত ।

stf-suspects-that-han-junwei-has-close-contact-with-chinese-military
stf-suspects-that-han-junwei-has-close-contact-with-chinese-military

By

Published : Jun 17, 2021, 9:01 PM IST

কলকাতা, 17 জুন : চিনা নাগরিক হান জুনেইকে জেরা করে হাওয়ালা যোগ পাচ্ছেন রাজ্য পুলিশের এসটিএফ (STF) গোয়েন্দারা । পাশাপাশি সন্দেহ করা হচ্ছে যে হানের সঙ্গে চিনা সামরিক বাহিনীর যোগাযোগ রয়েছে ।

ইতিমধ্যে চিনা নাগরিক হানকে নিজেদের হেফাজতে নিয়েছেন রাজ্য পুলিশের এসটিএফ গোয়েন্দারা । এদিন দিনভর হানকে জেরা করেন রাজ্য পুলিশের গোয়েন্দারা । জেরায় জানা গিয়েছে হাওয়ালার সম্পর্কে । সেভাবে মুখ না খুলতে চাইলেও গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, হাওয়ালার টাকার মাধ্যমেই গুরুগ্রামে হান একটি হোটেল কিনেছিল । তদন্তকারীরা জানতে পেরেছেন নেপাল, বাংলাদেশ, ভুটান হয়ে টাকা চিনে হাওলার মাধ্যমে লেনদেন হত । পাশাপাশি হানের শিক্ষাগত যোগ্যতাও ভাল । ফলে গোয়েন্দাদের অনুমান, হানের সঙ্গে সে দেশের সামরিক বাহিনীর যোগাযোগ রয়েছে । তার ল্যাপটপ ও ফোন খতিয়ে দেখলে তা স্পষ্ট হবে । কিন্তু হানের ফোন এখনও খুলতে সক্ষম হননি গোয়েন্দারা ।

সুদূর চিনে বসে ভারতীয় মোবাইলের সিম কার্ড ব্যবহার করে ভারতীয় ব্যাঙ্কগুলিকে হ্যাক করার কৌশল নেয় চিনা হ্যাকার হান জুনেই । ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বিএসএফ (BSF) । ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছে সীমান্তরক্ষী বাহিনী । জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক এমন তথ্য, যা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক ৷ জানা গিয়েছে, একাধিকবার নিজের অন্তর্বাসে মধ্যে প্রায় 1300 থেকে 1400টি ভারতীয় সিমকার্ড চিনে পাচার করেছে সে । বিএসএফ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ সন্দেহজনক বৈদ্যুতিন ডিভাইস উদ্ধার করেছে ।

আরও পড়ুন: কালিয়াচকে ধৃত চিনা নাগরিকের কাছে নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য, চরবৃত্তির সন্দেহ

হান জুনইয়ের ব্যবসায়িক অংশিদার সান জিয়াংকে বিভিন্ন অভিযোগে এটিএস (ATS) লখনউ গ্রেফতার করেছে । তার পর থেকেই হান জুনইয়ের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয় ।

ABOUT THE AUTHOR

...view details