কলকাতা, 25 অগস্ট: খাস কলকাতায় খোঁজ মিলল নকল টাকা ছাপার কারখানার (Fake Currency Factory)। কারখানায় হানা দিয়ে চক্ষু চড়কগাছ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের (STF raids fake currency factory)। তাঁর দেখেন, সেখানে টাকা ছাপাচ্ছেন একাধিক কর্মী । রয়েছে বড় বড় মেশিন ৷ রীতিমতো গান চালিয়ে টাকা ছাপানো হচ্ছে । ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে । উদ্ধার হয়েছে 70 হাজার 500 টাকার জাল নোট ৷ উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, পেনড্রাইভ, কালার প্রিন্টার, কাঠের একাধিক মেশিন ৷
এগুলির পাশাপাশি টাকা ছাপাতে সাহায্যকারী কাঁচি, বিভিন্ন রকমের রং এবং টাকা ছাপানোর জন্য যা যা জিনিস প্রয়োজন হয় সেইগুলিও বাজেয়াপ্ত করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বিধান নগর কমিশনারেটের আওতাধীন ইকোপার্ক থানার পূর্বপাড়ায় শাহী মসজিদ এলাকায় এই টাকা ছাপার কারখানায় হানা দিয়েছিলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।